জিম্বাবুয়ের কঠিন চ্যালেঞ্জের সামনে আজ টাইগাররা
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৪

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: দুই দলের সবশেষ দুটো টি-টোয়েন্টি ম্যাচের হিসেব করলে, সেখানে জয়ী দলের নাম কিন্তু জিম্বাবুয়েই। আজ বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, দলটির বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক অতীত দারুণ উপরের হিসেবটাই। তা ছাড়া ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণে টাইগারদের পারফরম্যান্স ঠিক ততটা উজ্জ্বল নয়। সবশেষ সিরিজেও হার দেখতে হয়েছে তাদের। সবমিলে এই ফরম্যাটে ৮৫ ম্যাচে টাইগারদের জয় মাত্র ২৬টি, হার জুটেছে ৫৭ ম্যাচে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে আজ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে কতটা কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ আর জিম্বাবুয়ে ছাড়াও সিরিজের তৃতীয় দল আফগানিস্তান। চট্টগ্রামে কদিন আগে এই দলটির বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দুই দলের মধ্যকার সবশেষ টি-টোয়েন্টি সিরিজে (ভারতের দেরাদুনে ৩-০ ব্যবধানে হার) তো ধবলধোলাই হয়েছে সাকিব ব্রিগেড। রশিদ খানের নেতৃত্বাধীন দলটি যে এবারও ছেড়ে কথা বলবে না, সেটা না বলে দিলেও চলে। আপাতত অবশ্য আফগানদের নিয়ে ভাবতে হচ্ছে না টাইগারদের। তাদের ভাবনায় আজকের ম্যাচের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ৯ বারের সাক্ষাতে যাদের বিপক্ষে ৫-৪ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরাই।
পরিসংখ্যান এগিয়ে রাখলেও আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নতুন করেই শুরু করতে হবে বাংলাদেশকে। সেই বিশ্বকাপ থেকেই সময়টা ভালো যাচ্ছে না তাদের। ১০ দলের বিশ্বকাপে অষ্টম হওয়ার পর শ্রীলঙ্কা থেকে ফিরতে হয়েছে ধবলধোলাই হওয়ার লজ্জা নিয়ে। এরপর ঘরের মাঠে আফগানদের বিপক্ষে টেস্টে হার। ব্যর্থতা যেন আষ্টেপিষ্টে ঘিরে রেখেছে টাইগারদের। এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচটাকেই পাখির চোখ করেছে সাকিবের দল।
কিন্তু চাইলেই কি আর সব হয়? যখন কোনো কিছুই পক্ষে থাকে না তখন ছোট ছোট চাওয়াগুলোও পূরণ করা কঠিন। মুশফিকুর রহিমের কথাই ধরুন না, আফগানদের বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া এই কিপার ব্যাটসম্যান দুদিন আগে মাঠে নেমেছিলেন বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। সেখানেও স্বরূপ দেখাতে পারেননি। ২৬ বলে ২৬ রান করে আউট হয়েছেন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে খেলেছেন জাতীয় দলে থাকা আরও চার ক্রিকেটারÑ সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন আর ইয়াসির আলী।
পারফরম্যান্সের আলোয় কেউ অতটা উজ্জ্বল ছিলেন না। ম্যাচটা জিততে পারেনি বিসিবি একাদশও। অবশ্য ওই হার নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই টাইগার শিবিরে। যেভাবেই হোক ত্রিদেশীয় সিরিজে চেনা ছন্দে ফিরতে চায় তারা। কথাটা পরিষ্কার করেই জানিয়েছেন দলপতি সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার ভালো করেই জানেন, এই সিরিজে ব্যর্থ হলে সমালোচনার বিষমাখা তীরে আরও বেশি বেশি বিদ্ধ হতে হবে তাদের। সেসব থেকে গা বাঁচাতে মরিয়া চেষ্টাই চালাবে টিম বাংলাদেশ। তবে তাদের কাজটা আজ আরও খানিকটা কঠিন করে তুলতে পারে বৃষ্টি।
বৃহস্পতিবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আজও বৃষ্টির কথা বলা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় থেকে শুরু ম্যাচে বৃষ্টি হানা দিতে পারে। সবমিলে কন্ডিশন থাকবে কিছুটা স্যাঁতসেতে। তাই টসটা হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। ভেবেচিন্তে একাদশ সাজাতে হবে। স্কোয়াডে ইয়াসির, আফিফদের মতো তরুণরা আছেন। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে চাইলে তাদের বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে তামিম ইকবালের অনুপস্থিতিতে সৌম্য সরকার আর লিটন দাসই ইনিংসের সূচনা করবেন। দলপতি সাকিব ফিরবেন বিশ্বকাপ মাতানো পজিশনে, তিন নাম্বারে। এরপর মুশফিক, মাহমুদউল্লাহ, সাব্বির, সাইফউদ্দিনরা আছেন।
সাইফউদ্দিনকে নিয়েই পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান। চোট সমস্যায় আফগান টেস্টে বিশ্রামে ছিলেন কাটার মাস্টার। স্পিনে সাকিবকে সঙ্গ দেওয়ার জন্য মিরাজের সঙ্গে তাইজুলও আছেন। ত্রিদেশীয় সিরিজে শুরুটা ভালো করতে সাম্ভাব্য সেরা একাদশ নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ। টাইগার ভক্তরাও সেই ভালোটা দেখারই অপেক্ষায়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: