জয়ের লক্ষ্যে সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫৬

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। আফগানিস্তানও শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটে বসে আছে। ঢাকার ফাইনালের আগে এই দল দুটিই মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বলা চলে অনেকটা ফাইনালের পূর্ব প্রস্তুতি হিসেবেই আজ মাঠে নামছে বাংলাদেশ। কিন্তু আজ কি টাইগাররা পারবে আফগানদের বিরুদ্ধে একটি জয় তুলে নিতে? নাকি টানা হারের লিস্ট আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে।
জয় যে সম্ভব সেটি আগের রাতে (শুক্রবার) মাসাকাদজার জিম্বাবুইয়ান বাহিনী চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন আফগানরা দুর্দমনীয় নয়। তারা ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া মানের দল নয়।
উল্লেখ্য, ফাইনালের প্রস্তুতিতে আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও গাজী টেলিভিশনে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: