ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি (পুরুষ) ও র‌্যাপিনো (নারী)


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৭

আপডেট:
৩ এপ্রিল ২০২০ ২১:১৮

ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি (পুরুষ) ও র‌্যাপিনো (নারী)

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে হারিয়ে ২০১৯ সালের ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড মেগান র‌্যাপিনো।



সোমবার রাতে মিলানে অপেরা হাউজ লা স্কালায় দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সব মিলিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মেসি।



২০১৬ সালে ফিফার বর্ষসেরা পুরস্কারের নামকরণ করা হয়ে ‘দ্য বেস্ট’। এরপর তিন বছর এই পুরস্কার জিততে পারেননি লিওনেল মেসি। ২০১৬, ২০১৭ সালে অমানবিক পারফরম্যান্স দেখানো ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এই পুরস্কার জিততে পারেনি কেউই। আর ২০১৮ সালে তো মেসি-রোনালদোর দ্বৈরথের ইতি টেনেছিলেন ক্রোয়েশিয়ান এবং রিয়াল মাদ্রিদ মিড ফিল্ডার লুকা মদ্রিচ। তবে ২০১৯ সালটা দারুণ কাটার উপহার স্বরুপই এই পুরস্কার জিতলেন লিওনেল মেসি।



গত দুই বছরও পুরস্কারের খাতায় নাম উঠেছিল মেসির। কিন্তু দু’বারই তিনি হলেন দ্বিতীয়। অবশেষে আবারও নিজের শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে ফেলেন তিনি। এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন তিনি (এর মধ্যে কয়েকবছর ফিফা বর্ষসেরা পরিচিতি ছিল ফিফা ব্যালন ডি’অর নামে)। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ এবং ২০১৫ সালে ফিফা বর্ষসেরার পুরস্কার জেতেন মেসি।



ফিফা বর্ষসেরার পুরস্কারে ফাইনাল ভোটাভুটিতে মেসি পেয়েছেন ৪৬ পয়েন্ট। ডাচ ডিফেন্ডার ভিরগিল ফন ডিক পেয়েছেন ৩৮ পয়েন্ট এবং ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়েছেন ৩৬ পয়েন্ট।



এক নজরে ফিফার বর্ষসেরা ২০১৯



বর্ষসেরা ফুটবলার (পুরুষ) : লিওনেল মেসি



বর্ষসেরা ফুটবলার (নারী)        : মেগান র‌্যাপিনো



বর্ষসেরা গোলকিপার (পুরুষ) : আলিসন



বর্ষসেরা গোলকিপার (নারী) : সারি ফন ভিনেনডাল



বর্ষসেরা কোচ  (পুরুষ)        : ইয়ুর্গেন ক্লপ



বর্ষসেরা কোচ (নারী)           : জিল এলিস



বর্ষসেরা গোল                     :  দানিয়েল সোরি



ফিফা বর্ষসেরা একাদশ-



গোলরক্ষক: আলিসন (লিভারপুল)



ডিফেন্ডার: মাটাইস ডি লিখট (আয়াক্স/জুভেন্টাস), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল)



মিডফিল্ডার: লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), ফ্রেংকি ডি ইয়ং(আয়াক্স/বার্সেলোনা), ইডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ/চেলসি)



ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস)।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top