মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৬ অক্টোবর বার্সেলোনায়
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৪

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: ঠিক হয়ে গেল আরেকটি উত্তেজনাকর দ্বৈরথের সূচি। মৌসুমের প্রথম এল ক্লাসিকো অক্টোবরে হবে, তা জানা গিয়েছিল আগেই। এবার ফুটবল বিশ্বের কাঙ্ক্ষিত বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মহারণের সময়ও পাওয়া গেল। তবে আরও নিশ্চিত করে এবার ক্লাব ফুটবলে বিশ্বের সেরা এ দ্বৈরথের তারিখ ঘোষণা করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
বুধবার এ তথ্য নিশ্চিত করে লিগ কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। আর প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এ মহারণ দেখতে পাবে বার্সেলোনার দর্শকরা।
লা লিগার এবারের মৌসুমের শুরুটা বার্সেলোনা কিংবা রিয়াল কারও জন্যই সুখের হয়নি। শিরোপা প্রত্যাশী দল দুটির কেউই নেই শীর্ষে। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে ফিরেছে আগের ম্যাচে গ্রানাদার কাছে হারা বার্সেলোনা। ৬ ম্যাচ শেষে ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে। অন্যদিকে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল সমান জয়ে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
গত মৌসুমেও দুই দলের প্রথম লড়াই হয়েছিল বার্সেলোনার মাঠে। লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে রিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দেয় স্বাগতিকরা। ফিরতি দেখায় সান্তিয়াগো বের্নাবেউয়ে ইভান রাকিতিচের একমাত্র গোলে জয় পায় লা লিগা চ্যাম্পিয়নরা।
গত ফেব্রুয়ারি পর থেকে মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। শেষবার পরপর দুটি ক্লাসিকোতে জয় পায় বার্সেলোনা। মাত্র চার দিনের ব্যবধানে দুটি ক্লাসিকোর উত্তাপ উপভোগ করেছিল ভক্তরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: