নিউজিল্যান্ডের মাটিতে সহজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫০

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে কেন্টাবুরি একাদশের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সে ধারাবাহিকতা ধরে রেখে সিরিজের প্রথম ওয়ানডেতেও সহজ জয় পেয়েছে টাইগার যুবারা। স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।
সাটক্লিফ ওভালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলিংয়ে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয় স্বাগতিকদের। টপ অর্ডার কার্যকরী না হওয়ায় নিয়মিত উইকেট হারালে খুব বেশি বড় হয়নি স্বাগতিকদের পুঁজি। ৪৮ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন দুই বাঁ হাতি শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। দুটি নেন শামিম হোসেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো নিউজিল্যান্ডের স্কোরটা কিছুটা চ্যালেঞ্জিং হয়েছে উইকেটকিপার পোমারের সর্বোচ্চ ৪০ রানের ইনিংসে ভর করে। এছাড়া ৩০ রান করেন ওলি হোয়াইট।
টাইগার যুবাদের সামনে জয়ের লক্ষ্য মাত্র ১৭৭। লক্ষ্য কম হলেও কিইউদের মতো শুরুতেই উইকেট হারায় টাইগার যুবারা। ব্যক্তিগত মাত্র ২ রানে ওপেনার পারভেজ হাসান ইমন যখন রান আউট হয়ে ফিরে যান তখন টাইগারদের দলীয় সংগ্রহ ৩.১ ওভারে মাত্র ১১ রান। এরপর মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে ৩০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তানজিদ হাসান।
দলীয় ৪১ রানে তানজিদ ২৮ রান করে আউট হলে উইকেটে আসেন তৌহিদ হৃদয়। হৃদয় আর জয় মিলে ৪০ রানের জুটি গড়েন। জয় (২৮ রানে) আউট হলে ভাঙে এই জুটি। এরপর দলীয় ৯৯ রানে আউট হন হৃদয়ও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়লে অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ইনিংসে ভর করে জয় পায় বাংলাদেশ। ৬১ বলে ১১টি চারে তিনি অপরাজিত ছিলেন ৬৫ রানে। এছাড়া ২৪ রানে অপরাজিত ছিলেন শাহাদাত হোসেন।
এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশের যুবারা। আগামী ২ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। পরে ৬, ৯ ও ১৩ অক্টোবর হবে সিরিজের বাকি ম্যাচগুলো।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: