ক্রীড়া ক্লাবগুলোর নিয়ন্ত্রণ চায় ক্রীড়া মন্ত্রণালয়


প্রকাশিত:
২ অক্টোবর ২০১৯ ০৬:৪৪

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৬

ক্রীড়া ক্লাবগুলোর নিয়ন্ত্রণ চায় ক্রীড়া মন্ত্রণালয়

প্রভাত ফেরী ডেস্ক: যে সকল ক্লাবগুলোর নিবন্ধন রয়েছে সেগুলো নিয়ন্ত্রনের জন্য সুযোগ চায় ক্রীড়া মন্ত্রণালয়। সম্প্রতি ক্যাসিনো পরিচালনায় কিছু ক্লাবের উর্দ্ধতন কর্মকর্তা গ্রেফতার হওয়ার পর থেকে এ প্রস্তাবের কথা জানায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।



মঙ্গলবার সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ‘ক্রীড়া ক্লাবগুলোতে এই ধরনের (ক্যাসিনো) ব্যবসা থাকা খুবই লজ্জাজনত। ক্লাবগুলো ক্রীড়া মন্ত্রণালয় অধিভুক্ত নয় বলে তাদের ওপর নজরদারি করার সুযোগ নেই। তবে সময় এসেছে আইন পরিবর্তনের। খুব শিঘ্রই আমরা এই বিষয়ে সংশ্লিস্ট বিভাগে প্রস্তাব তুলে ধরবো।



আগামীতে যাতে ক্রীড়া ক্লাবগুলোকে জবাবদিহিতার আওতায় আনা যায়, সেই আইনি অধিকারের তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা সভায় ৮৯টি ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ৩৯টি আন্তর্জাতিক, বাকিগুলো জাতীয়। এজন্য বাজেট ধরা হয়েছে ৩০৬ কোটি টাকা। রাষ্ট্রীয় তহবিল ও স্পন্সরদের সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top