জুভেন্টাসের জয়, রিয়ালের ড্র এবং বায়ার্নের গোল উৎসব
প্রকাশিত:
২ অক্টোবর ২০১৯ ২৩:৩৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৪

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে নিজ নিজ গ্রুপের ম্যাচের মাঠে নেমেছিল ফরাসি জায়ান্ট পিএসজি, স্প্যানিশ ফেভারিট অ্যাতলেতিকো মাদ্রিদ, ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তিনটি দলই জয় তুলে নিয়েছেন। পিএসজি ১-০ গোলে হারিয়েছে গ্যালাতাসারেকে। জুভিরা ৩-০ গোলে হারিয়েছে বায়ার লেভুরকুজেনকে আর ২-০ গোলে লোকোমোটিভ মস্কোকে হারিয়েছে অ্যাতলেতিকো।
অপরদিকে, উয়েফা চ্যাম্পিয়নস লিগে (ইউসিএল) বরাবরের মতোই শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। গত আসরের রানার্সআপ দল টটেনহ্যামের জালে ৭ গোল করে জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ কিন্তু বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
রোনালদোর গোলে জুভেন্টাসের টানা জয়
ইতালিয়ান ঘরোয়া ফুটবলে বরাবরই অপ্রতিরোধ্য ফুটবল খেলে থাকে জুভেন্টাস। সে তুলনায় চলতি মৌসুমে খানিক চাপেই রয়েছে তারা। মৌসুমের শুরুতে প্রত্যাশামাফিক পারফর্ম করতে না পারলেও, ধীরে ধীরে নিজেদের সেরা ফর্মে ফিরে আসছে জুভেন্টাস।
চলতি সিরি 'আ'তে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি জুভেন্টাস। তবে প্রথম তিন ম্যাচের মধ্যে একটিতে ড্র করে বসায় মাশুল দিতে হচ্ছে পয়েন্ট টেবিলে। ক্রমেই ঘুরে দাঁড়ানো দলটি জিতেছে টানা তিনটি ম্যাচ।
শনিবার রাতে তুলনামূলক দুর্বল স্পালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মাউরিসিও সারির শিষ্যরা। দলের জয়ে ১টি করে গোল করেছেন মিরালেম পিয়ানিচ ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
ড্র করে রিয়ালকে বাঁচালেন রামোস-ক্যাসেমিরো
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে ফরাসি জায়ান্ট পিএসজির বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়া স্পেনের দলটি এবার নিজেদের মাঠে জয় তুলে নিতে পারেনি। বরং ২-০ গোলে পিছিয়ে পড়ে ড্র করেছে।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে পারেনি রিয়াল। শুরুতে কোচ জিদান ৪-৩-৩ ফরমেশনে একাদশ সাজান। শুরুর একাদশে মাঠে নামেন থিবাউট কোর্তোইস, দানি কারভাহাল, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, নাচো ফার্নান্দেজ, লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকাস ভাজকুয়েজ, করিম বেনজেমা এবং এডেন হ্যাজার্ড।
টটেনহ্যামকে ৭ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
গত আসরের রানার্সআপ দল তারা, ঘরের মাঠে ম্যাচের শুরুটাও হয়েছিল ঠিক তেমনই। মাত্র ১২ মিনিটের মধ্যে প্রথম গোল করে লিড নিয়েছিল টটেনহ্যাম হটস্পার। কিন্তু এরপর ম্যাচের বাকি সময় যা হলো তা হয়তো দুঃস্বপ্নেও দেখতে চাইবেন না টটেনহ্যাম দর্শকরা।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে (ইউসিএল) বরাবরের মতোই শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ। যার প্রমাণ তারা দিল আরও একবার। তাও কি না গত আসরের রানার্সআপ দল টটেনহ্যামের জালে ৭ গোল করে! বিপরীতে অবশ্য হজম করতে হয়েছে ২টি। সবমিলিয়ে টটেনহ্যামের মাঠ থেকে ৭-২ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে নিকো কোভাকের শিষ্যরা। একাই চার গোল করেছেন জার্মান মিডফিল্ডার সার্জি জিনাব্রি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: