ইয়াসিনের জোড়া গোলে আবারো ভুটানকে হারালো বাংলাদেশ


প্রকাশিত:
৪ অক্টোবর ২০১৯ ২১:০২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৪

ইয়াসিনের জোড়া গোলে আবারো ভুটানকে হারালো বাংলাদেশ

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক:দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয়ের দেখা পেলো বাংলাদেশ ফুটবল দল। শেষ ম্যাচটায় ভুটানকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভারত ও কাতারের বিপক্ষে নামার আগে দারুণ উজ্জীবনী শক্তি পেল লাল-সবুজ জার্সিধারীরা। বৃহস্পতিবার স্বাগতিকদের এই জয়ে বড় ভূমিকা ছিল ডিফেন্ডার ইয়াসিন খানের। তারই জোড়া গোলে স্বাগতিকরা জয় নিয়ে মাঠ ছেড়েছে।



৪-২-৩-১ ফর্মেশনে অবশ্য শুরু থেকে স্বাগতিকরা তেমন একটা সুবিধা করতে পারেনি। উল্টো ৬ মিনিটের মাথায় ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে ছন্দ পতন ঘটেছিল। আর শুকনো মাঠ পেয়ে ভুটানিরা কিছুটা পাসিং ফুটবল খেলে বল পজেশনে এগিয়ে থাকার চেষ্টা করেছে। রায়হান হাসানের থ্রো থেকে হেডে গোল করে বাংলাদেশকে লিড পাইয়ে দেন ডিফেন্ডার ইয়াসিন খান। ২২ মিনিটের মাথায় করা ইয়াসিনের গোলে লিড ধরে রেখে বিরতিতে যায় লাল-সবুজরা।



বিরতির পরে দ্বিতীয় গোল আরিফুলের তুলে দেয়া বলে মাথা ছুঁইয়ে ৬৭ মিনিটে, সেই ইয়াসিনেরই। আক্রমণভাগের খেলোয়াড়দের গোল না পাওয়া কোচের জন্য অবশ্যই অস্বস্তির। প্রথম ম্যাচের চার গোলের সবগুলোই করেছিলেন ফরোয়ার্ডরা- দুটি জীবন, একটি করে রবিউল ও সুফিল।



আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে এবং ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের প্রস্তুতি হিসেবেই ভুটানের বিরুদ্ধে এই দুইটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top