শ্রীলঙ্কায় মিরাজের ৭ উইকেট


প্রকাশিত:
৬ অক্টোবর ২০১৯ ০৪:২৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:২৩

শ্রীলঙ্কায় মিরাজের ৭ উইকেট

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের খেলার বিরতিতে '' দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গেছেন তারকা স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রথম চার দিনের আন অফিশিয়াল টেস্ট ম্যাচে ম্যারাথন বোলিং করে ৪৬. ওভার বল করে তুলে নিয়েছিলেন উইকেট। এবার সিরিজের দ্বিতীয় তথা শেষ আন অফিশিয়াল টেস্টেও দেখা গেল তার ঘূর্ণি জাদু। এবার ৩৭ ওভার বল করে তুলে নিয়েছেন উইকেট। তার ঘূর্ণিতেই আজ দ্বিতীয় দিনে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা '' দল।



আগামী নভেম্বরে স্বাগতিক ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের অনেক ক্রিকেটারকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কা সফরে। সেখানে তারা বাংলাদেশদলের প্রতিনিধিত্ব করছে। আগের ম্যাচে থাকলেও এই ম্যাচে জায়গা হয়নি সৌম্য সরকারের। ড্র হওয়া আগের ম্যাচে ব্যাট হাতে সৌম্য ২৪ রান করলেও বল হাতে কোনো উইকেট পাননি।



প্রথম ম্যাচে ব্যাট-বলে সমান তালে পারফর্ম করেছেন মিরাজ। ব্যাটিংয়ে ৫৭ রান করার পর বল হাতে নিয়েছিলেন উইকেটে। পারফরম্যান্সের ধারা সচল রেখেছেন তিনি হাম্বানতোতার দ্বিতীয় চার দিনের ম্যাচেও। প্রথম দিন শেষে শ্রীলঙ্কার হারানো উইকেটে তিনটি তার শিকার, বাকি উইকেট নিয়েছেন পেসার এবাদত হোসেন।



এই ম্যাচে মিরাজের বোলিং ফিগার ৩৭-১৪-৮৪-৭। শ্রীলঙ্কার খেলা ৯০ ওভারের প্রায় অর্ধেকের কাছাকাছি বল করেছেন তিনি। এছাড়া পেসার এবাদত তুলে নিয়েছেন উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল উইকেটে ১৩৯ রান তুলেছে। প্যাভিলিয়নে ফিরে গেছেন জহুরুল ইসলাম () এবং নাজমুল হোসেন শান্ত () সাদমান ইসলাম (৬৩*) অধিনায়ক মুমিনুল হক (৬৩*) ব্যাট করে যাচ্ছেন। এই আন অফিসিয়াল টেস্ট ম্যাচ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।



বাংলাদেশএকাদশ: মুমিনুল হক (অধিনায়ক), জহুরুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, এবাদত হোসেন, সালাউদ্দিন শাকিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top