রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের জয়, রাতে মাঠে নামছে বার্সেলোনা


প্রকাশিত:
৭ অক্টোবর ২০১৯ ০৪:৫৪

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫০

রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের জয়, রাতে মাঠে নামছে বার্সেলোনা

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: লা লিগায় মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল হলো রিয়াল মাদ্রিদ এবং গ্রানাডা। দুই দল মুখোমুখি হয়েছিল, রিয়াল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য জানিয়েছিল গ্রানাডাকে। - গোলে এগিয়ে থাকা রিয়াল পয়েন্ট খোয়ানোর ভয়ে থাকলেও শেষ অবধি - গোলে জিতেছে। তাতে লিগের টেবিলে শীর্ষেই থাকলো জিনেদিন জিদানের শিষ্যরা। ওদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল আর লিচেস্টার সিটি। এই ম্যাচের আগে চলতি মৌসুমে সাত ম্যাচের সাতটিতে জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল লিভারপুল। ২-১ গোলের জয়ে জার্গেন ক্লপের শিষ্যরা শীর্ষেই থাকলো।



হ্যাজার্ডের গোলে রিয়ালের দারুণ জয়



চলতি মৌসুমেই ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড। কিন্তু পাচ্ছিলেন না ক্লাবের জার্সি গায়ে নিজের প্রথম গোল। অবশেষে শনিবার রাতে শেষ হয়েছে অপেক্ষা, রিয়ালের প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোল পেয়েছেন তিনি।



হ্যাজার্ডের প্রথম গোল পাওয়ার দিনে দারুণ এক জয় পেয়েছে রিয়ালও। চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ খেলতে থাকা গ্রানাডার বিপক্ষে - গোলে জিতেছে জিনেদিন জিদানের শিষ্যরা।



তবে জয়টা অতো সহজও ছিলো লস ব্লাঙ্কোসদের জন্য। ম্যাচের একপর্যায়ে - এগিয়ে গেলেও, ঘুরে দাঁড়িয়েছিল গ্রানাডা। শোধ করে দিয়েছিল দুই গোল। কিন্তু শেষতক আর পারেনি তারা। উল্টো অতিরিক্ত সময়ে আরও এক গোল করে ব্যবধানে - করে রিয়াল।



ঘরের মাঠে ম্যাচের দুই মিনিটেই প্রথম গোল পেয়ে যায় রিয়াল। দলের হয়ে নিয়মিত গোল করতে করিম বেনজেমাই শুরু করেন গোলের খেলার। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন হ্যাজার্ড।



লিভারপুলের নাটকীয় জয়



মিলনারের গোলে জিতলো লিভারপুললিস্টার সিটির কাছে হোঁচটের শঙ্কায় পড়েছিল লিভারপুল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি ফাউল পাল্টে দেয় তাদের ভাগ্য। পেনাল্টি গোলে প্রিমিয়ার লিগের এই মৌসুমে জয়যাত্রা অব্যাহত রাখলো গতবারের রানার্স-আপরা। লিস্টারকে - গোলে হারিয়ে লিগে টানা ১৭তম ম্যাচ জিতলো তারা।



ম্যাচ শেষে শতভাগ সাফল্য ধরে রেখে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে পয়েন্ট পেছনে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি (১৬) পয়েন্ট ব্যবধান কমাতে রবিবার ইতিহাদ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে আতিথ্য দেবে সিটিজেনরা।



বিরতির মিনিট আগে নিজের ৫০তম লিগ গোলে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে জেমস ম্যাডিসন সমতায় ফেরান লিস্টারকে। কিন্তু লিভারপুল ম্যাচের শেষ মুহূর্তে গোল শোধ করে। মার্ক আলব্রাইটন বক্সের মধ্যে ফাউল করেন মানেকে। জেমস মিলনার পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন।



রাতে মাঠে নামছে বার্সেলোনা



এদিকে রাতে লা লিগায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। আর আজকে সেভিয়ার দুশ্চিন্তার নাম মেসি। মেসিকে নিয়ে বাড়তি সতর্ক সেভিয়া। কারণটাও স্বাভাবিক। এই মৌসুমে এখনও জ্বলে উঠতে না পারলেও আর্জেন্টাইন এই আইকন সেভিয়ার বিপক্ষে মাঠে নামলেই ভয়ঙ্কর রূপ ধারণ করেন। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে মেসি সেভিয়ার বিপক্ষে ৩৭ ম্যাচে গোল করেছেন ৩৬টি। আর লিগের ম্যাচে ২৫ দেখায় গোল করেছেন ২৮টি। এরমধ্যে দুটি হ্যাটট্রিক ও ছয়বার জোড়া গোল করেছেন মেসি। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে সেভিয়ার বিপক্ষে মেসি গোল করেছেন ২১টি। সেভিয়ার বিপক্ষে মেসির ম্যাচপ্রতি গোল গড় ১.২।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top