রাতে প্রীতি ম্যাচে মাঠে নামছে জার্মানি-আর্জেন্টিনা


প্রকাশিত:
৯ অক্টোবর ২০১৯ ২৩:৫১

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৬

রাতে প্রীতি ম্যাচে মাঠে নামছে জার্মানি-আর্জেন্টিনা

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর মুখোমুখি হচ্ছে ফুটবলের পরাশক্তি জার্মানি-আর্জেন্টিনা। আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুলা পার্কে আতিথেয়তা নেবে আর্জেন্টিনা।   ২০১৪ সালের জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালের পর সেপ্টেম্বরে একটি প্রীতি ম্যাচ খেলেছিল জার্মানি-আর্জেন্টিনা। এরপর আর দেখা হয়নি তাদের।



তার আগের দুই বিশ্বকাপেও একই চিত্র। জার্মানির মুখোমুখি হওয়া মানেই যেন আর্জেন্টিনার বিদায়। যান্ত্রিক ফুটবলের সেই দলটির সামনে আরও একবার আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচে খেলতে পারছেন না দলের সেরা তারকা লিওনেল মেসি।



পাঁচ বছর আগে খেলা জার্মানি-আর্জেন্টিনার দলের সঙ্গে এখনকার দলের অনেক ফারাক। অনেক ফুটবলারই অবসরে গেছেন। অনেকে আবার দলের বাইরে। বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে কেবল মার্ক আন্দ্রে টার স্টেগান ও মার্কোস রোহোকে আজ দেখা যাবে মাঠে।



আর্জেন্টিনার নেই মেসি, নতুনদের উপরই ভরসা



উনজুরীর কারনে খেলতে পারবেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। তারমধ্যে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্কোয়াডে রাখেননি অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোকেও। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে নিশ্চিত গোল মিস করা গঞ্জালো হিগুয়েন অবসরে গেছেন বেশ কিছুদিন হলো। ফুটবলকে বিদায় জানিয়েছেন হাভিয়ের মাচেরানো, ফিলিপ লাম, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, মেসুত ওজিলের মতো তারকারাও। অতিরিক্ত সময়ে গোল করে জার্মানিকে শিরোপা এনে দেয়া মারিও গোটজে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে। গত বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানি আর্জেন্টিনা দুদলই ব্যাপক পরিবর্তন এনেছে স্কোয়াডে। নতুনদের প্রতিই এখন নজর বেশি তাদের।



ইনজুরী ভাবাচ্ছে জার্মানিকে



ছোট-খাটো হাসপাতাল বললেও ভুল হবে না। একের পর এক জার্মানির খেলোয়াড় যোগ দিচ্ছেন চোটের মিছিলে। অবস্থা এমন যে, একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে কোচ ইওয়াখিম ল্যোভকে! আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দিলেন তিনি আরও ইনজুরির খবর।



মাঠে নামার আগেই কঠিন পরীক্ষার সামনে জার্মান কোচ ল্যোভ। এমনিতেই বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া দল সাজাতে হয়েছিল, স্কোয়াডে যাদের রেখেছিলেন, সেখান থেকে আরও তিন-চারজনের ছিটকে যাওয়ার খবর দিয়েছেন তিনি।



ল্যোভ নিশ্চিত করেছেন ফরোয়ার্ড টিমো বেয়ারনার, মিডফিল্ডার ইকেই গুন্ডোগান ও ডিফেন্ডার ইয়োনাথান টাহ খেলতে পারবেন না আর্জেন্টিনার বিপক্ষে। সংশয় রয়েছে মার্কো রয়েসের খেলা নিয়েও। বেয়ারনার ও টাহ অসুস্থ, আর গুন্ডোগান ভুগছেন মাংশপেশীর সমস্যায়।



আর্জেন্টিনা-জার্মানির লড়াইয়ে কে এগিয়ে?



আর্জেন্টিনা আর জার্মানি, ফুটবলের দুই পরাশক্তি। তাদের দ্বৈরথটা বরাবরই উপভোগ্য ফুটবলপ্রেমীদের জন্য। আজ (বুধবার) রাতে আরও একবার উপভোগ্য সেই লড়াই দেখার সুযোগ। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ঘরের মাঠের জার্মানি।



২০০০ সালের পর থেকে সর্বশেষ ৯ বারের দেখায়ও এগিয়ে আর্জেন্টিনা, জিতেছে ৪টি, হেরেছে ৩টি। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। তবে আর্জেন্টিনার জয় সবগুলোই এসেছে প্রীতি ম্যাচে। আর জার্মানির ৩ জয় বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে।



আক্রমণাত্মক ফুটবল দুই দলেরই মূল শক্তি। ফলে হার জিত যাই হোক, ম্যাচে গোল হবেই। মুখোমুখি লড়াইয়ের সর্বশেষ ৯ ম্যাচে আর্জেন্টিনা মোট গোল করেছে ১৪টি, জার্মানি ১৩টি। সবমিলিয়ে মুখোমুখি দেখায় জার্মানির সবচেয়ে বড় জয় ৪-০ গোলে। ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে এই লজ্জা দিয়েছিল জার্মানরা।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top