ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০১৯ ০৪:২৭

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৬

ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: এশিয়ার বিভিন্ন দেশের ফুটবলের কি অবস্থা দেখার জন্য সফরে বেরিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। তারই অংশ হিসেবে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা আসবেন ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।



বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন শনিবার (১২ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের তথ্য জানান।



তার এ সফরকে বলা হচ্ছে ‘এশিয়ায় গুডউইল সফর। মঙ্গোলিয়া থেকে বুধবার বিকেলে ঢাকা এসে পৌঁছার কথা রয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অভিভাবকের।



ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গণমাধ্যমকে বলেন, ‘আমরা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাতে তিনি সাড়া দিয়েছেন। আগামী ১৬ অক্টোবর সন্ধ্যায় তিনি এক দিনের সফরে বাংলাদেশে আসবেন। ১৭ অক্টোবর সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়বেন।



সফরে কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্ব ফুটবলের শীর্ষকর্তা। সেখানে তার সামনে দেশের ফুটবলের উন্নয়নের নানা দিক তুলে ধরবেন বাফুফে সভাপতি। অধিকতর উন্নতিতে আরও কী করা যায়, তা নিয়েও আলোচনা হবে। এ ছাড়া নারী বয়সভিত্তিক ফুটবল নিয়ে বাফুফের নানা কার্যক্রমের খোঁজখবর নেবেন ইনফান্তিনো।



বাফুফে সভাপতি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা প্রেসিডেন্ট। বিভিন্ন কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেলেই ঢাকা ছেড়ে যাওয়ার কথা ফিফা প্রেসিডেন্টের। ঢাকা থেকে তার পরবর্তী গন্তব্য লাওস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top