শেষের ভুলে ভারতের বিপক্ষে জিততে পারলো না বাংলাদেশ
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০১৯ ২৩:৪৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৪

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: স্বপ্নের মতো শুরুটা করলেও ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে গোল করে লিড নিয়ে সেটা পুরো ম্যাচ পর্যন্ত টেনে নিতে পারলো না বাংলাদেশ। তবে, ভারতের মাটি থেকে পয়েন্ট নিয়ে ফিরছে জামাল ভূঁইয়ারা। বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে রুখে দিয়ে প্রথম পয়েন্ট আদায় করে নিয়েছে লাল-সবুজরা। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
অধিনায়ক জামাল ভূঁইয়ার দুর্দান্ত এক ফ্রি-কিক বক্সের মধ্যে পেয়ে লাফিয়ে ওঠে মাথা ছুঁইয়ে দেন সাদ উদ্দিন। ভারতীয় গোলরক্ষক সেটি বুঝে ওঠার আগেই জড়িয়ে যায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ওই ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ্ব শেষ করে জেমি ডে’র শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় আরেকটি বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দৌড়ের মধ্যেই বক্সে বল নিয়ে ঢুকে যান নাবিব নেওয়াজ জীবন, শটও নিয়েছিলেন। সেটি কোনোমতে আটকে দেন ভারতীয় এক ডিফেন্ডার।
কলকাতার মাঠে গোলটি স্মরণীয় হয়ে থাকবে: সাদ উদ্দিন
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০১৫ সালে সিলেটের সেই ফাইনালে টাইব্রেকারে গোল পেয়েছিলেন সাদ উদ্দিন। এছাড়া পুরো আসরে তরুণ স্ট্রাইকার হিসেবে দুর্দান্ত খেলেছিলেন। এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সময়ের সঙ্গে নিজেকে গড়ে তুলে এখন জাতীয় দলেও খেলছেন। চার বছর আগে টাইব্রেকারে যে ভারতের সঙ্গে গোল করেছিলেন, তাদের বিপক্ষে মঙ্গলবার বিশ্বকাপ বাছাইতেও গোলের দেখা পেলেন অসাধারণ দক্ষতায়।
ভারতের মাঠে তাদের বিপক্ষে এক পয়েন্ট ছিনিয়ে আনাও কম সাফল্য মনে করছেন না সাদ উদ্দিন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ভারত আমাদের চেয়ে র্যাংকিংয়ে বেশ এগিয়ে। তাদের বিপক্ষে এক পয়েন্ট পাওয়াটাও বড় সাফল্য। তবে আমরা যদি তিন পয়েন্ট পেতাম তাহলে অনেক ভালো লাগতো। কিন্তু তারপরেও কোনো আক্ষেপ নেই। পয়েন্ট নিয়ে দেশে ফিরে আসতে পারছি, এটাই বড় কথা।’
ভারতের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেছি : জেমি ডে
ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে বলেছিলেন, এক পয়েন্ট পেলেই খুশি থাকবেন। কিন্তু গতকাল মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ২০২২ এবং এশিয়া কাপ ২০২৩ এর যৌথ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে প্রত্যাশা বাড়িয়েছিল তার শীষ্যরা। ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ড্র তে ২ পয়েন্ট হাত ছাড়া হওয়ায় ভক্তদের পাশাপাশি আশাহত কোচ জেমি ডেও। এর পরও জামাল ভুইঁয়াদের প্রশংসায় মাতলেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলের এই কোচ বলেন, 'ভারতের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেছি। ছেলেরা ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে কয়েকটা ভালো সুযোগ তৈরি করেছিল। শেষ মুহূর্তে গোল খাওয়ায় আমিও হতাশ। কেননা তিন পয়েন্ট পাওয়ার জন্য আমরা যথেষ্ঠ করেছিলাম।'
তিনি বলেন, 'যদি পেছনে ফিরে বলি, ভারতে এসে ৭০ হাজার দর্শকের সামনে আমরা জয়ের আশা করিনি। পরিবেশ ছিল চমৎকার এবং আমি সত্যিই ছেলেদের আজকের রাতের পারফরম্যান্সে গর্বিত।'
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: