প্রথম টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে হারিয়ে অষ্ট্রেলিয়ার বড় জয়
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০১৯ ০৪:০৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৭

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: অ্যাডিলেডে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল অজিরা। ডেভিড ওয়ার্নারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতকে ২৩৩ রানের পাহাড় দাড় করায় অস্ট্রেলিয়া। জবাবে মাত্র ৯৯ রানেই শেষ হয় লঙ্কানদের ইনিংস।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ঝড়ো সুচনা দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নারের। উদ্বোধনী জুটিতেই ১২২ রানের সংগ্রহ গড়ে অজিরা। মাত্র ৩৬ বলে ব্যক্তিগত ৬৪ রানে সানদাকানের বলে আউট ফিঞ্চ ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। তবে অন্য প্রান্তে তখনও ব্যাট ঘোরাচ্ছিলেন ডেভিড ওয়ার্নার।
টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের সংগ্রহ এটি, সার্বিকভাবে চতুর্থ। আবার টি-টোয়েন্টিতে এটি ওয়ার্নারের প্রথম সেঞ্চুরিও! তবে এই সেঞ্চুরিতে তিনি পৌঁছান ইনিংসের শেষ বলে!
প্রথম সেঞ্চুরি পেতে শুরু থেকে আগ্রাসী ছিলেন ওয়ার্নার। ৫৬ বলে ১০টি চার ও ৪ চারে অপরাজিত থাকেন ১০০ রানে। ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চও ছিলেন আগ্রাসী। ৩৬ বলে ৬৪ রানে ফিরে গেছেন। ১২২ রানের উদ্বোধনী জুটি ভাঙবার পর শেষের ঝড়ে ওয়ার্নারের সঙ্গী ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৮ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৬২ রানে ফিরে যান শেষ ওভারে। ততক্ষণে স্কোর বোর্ড নাগালের বাইরে চলে যায় শ্রীলঙ্কার!
এত বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতে তাসের ঘরে পরিণত হয় শ্রীলঙ্কা। ব্যাটসম্যানদের কাছ থেকে বড় স্কোর না আসায় ৯ উইকেটে মাত্র ৯৯ রান করতে পারে সফরকারীরা। সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, একটি নেন অ্যাস্টন অ্যাগার। দুটি করে নেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।
টি-টুয়েন্টিতে সবচেয়ে বাজে বোলিং লঙ্কান রাজিথার
নিজের প্রথম ওভারে ১১ রান খরচ করার পর, ইনিংসের পঞ্চম ওভারে দ্বিতীয়বারের মতো বোলিং করতে এসে তিনি দেন ২১টি রান। তাকে আবার দশম ওভারে বোলিংয়ে ডাকেন মালিঙ্গা। এ ওভারে ছাড়িয়ে যান আগের দুই ওভারকেও, তিন ছয় ও এক চারে খরচ করেন ২৫ রান।
তবু হাল ছাড়েননি লঙ্কান অধিনায়ক। পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা থাকার পরেও, ইনিংসের ১৮তম ওভারে ফের ডাক পড়ে রাজিথার। এই ওভারে তিনি হজম করেন দুইটি ৬ ও একটি ৪। সবমিলিয়ে ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-৭৫-০!
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটিই সবচেয়ে বাজে বোলিংয়ে রেকর্ড। চলতি বছরের আগস্টেই ইউরোপের টুর্নামেন্ট রোমানিয়া কাপে চেক রিপাবলিকের বিপক্ষে ৪ ওভারে ৭০ রান খরচ করেছিলেন তুরষ্কের পেসার তুনাহান তুরান।
তুরানকে এই বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিয়ে এবার ৪ ওভারে ৭৫ রান দিলেন রাজিথা। আর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এতদিন ধরে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড ছিল আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থির। ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৬৯ রান খরচ করেছিলেন তিনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: