ইতিহাস গড়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনি


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৯ ০১:১৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৭

ইতিহাস গড়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনি

প্রভাত ফেরী. স্পোর্টস ডেস্ক: সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউগিনি (পিএনজি) টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে কেনিয়ার বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ে আগামী বছর অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করেছে দলটি।



রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১৮ রানে অলআউট হয় পিএনজি। যা তাড়া করতে নেমে ৭৩ রানের বেশি করতে পারেনি কেনিয়া। ফলে ৪৫ রানের বড় ব্যবধানেই জয় পায় পিএনজি। আর বড় জয়ের ফলে পাওয়া নেট রান রেটই তাদের এনে দেয় বিশ্বকাপের টিকিট।



কেনিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১১৮ রানে অল-আউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। মাত্র ১৯ রানে উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন নরম্যান ভানুয়া। চার ছক্কায় ৫৪ রান করেন তিনি। ছোট লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কেনিয়া। মাত্র ২৮ রানের মধ্যে তাদের শেষ ব্যাটসম্যন প্যাভিলিয়নে ফিরেন। একসময়ের সম্ভাবনাময় দলটি গুটিয়ে যায় মাত্র ৭৩ রানে।



তবে এমন অবিস্মরণীয় জয়ের পরেও অবশ্য বিশ্বকাপের টিকিট পাওয়ার অপেক্ষা বাড়তে পারত তাদের। এক্ষেত্রে পিএনজিকে সাহায্য করেছে স্কটল্যান্ড। একইদিন নেদারল্যান্ডস স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচে জয়ী হয় নেদারল্যান্ডস। কিন্তু ডাচরা পারেনি নেট রান রেটের সমীকরণ মেলাতে।



স্কটিশদের করা ১৩০ রানের সংগ্রহ যদি ১২. ওভারে ছুঁয়ে ফেলতে পারতো নেদারল্যান্ডস, তাহলে '' গ্রুপের শীর্ষ দল হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো তাদেরই। কিন্তু রান তাড়া করতে ১৭ ওভার খেলে নেদারল্যান্ডস। যার ফলে সমান পয়েন্টে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে সবার আগে বিশ্বকাপের টিকিট পায় পিএনজি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top