শেষ টি-টুয়েন্টি হেরে সিরিজ হারলো বাংলাদেশ 


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ২৩:৪৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩১

শেষ টি-টুয়েন্টি হেরে সিরিজ হারলো বাংলাদেশ 

প্রভাত ফেরী: জয়ের জন্য লক্ষ্য ১৭৫ রান। টি-টুয়েন্টির এই যুগে সে লক্ষ্য অসম্ভব না হলেও টি-টুয়েন্টিতে ‘দুর্বল’ বাংলাদেশের কাছে তা মোটেও সাহজ ছিল না। একে তো ভারতের ঘরের মাঠ, তারওপর সিরিজ জয়ের একটি প্রচ্ছন্ন চাপ। শুরুতেই বোঝা গেল, এই দুই চাপে স্বস্তিতে নেই টাইগাররা। স্কোরবোর্ডে ১২ রান উঠতে না উঠতেই সৌম্য (০) আর লিটনের বিদায় (৯) যেন তারই প্রমাণ। 



টানা দুই বলে দুই সতীর্থকে চোখের সামনে বিদায় নিতে দেখলেন তরুণ ওপেনার নাইম শেখ। তাতে তার তরুণ মন ভেঙে পড়ারই কথা। তৈরি হওয়ার কথা মনস্তাত্বিক চাপ। কিন্তু না। মোটেও সেরকম কিছু দেখা গেল না। বরং তারুণ্যের উদ্দামতা দিয়ে যেন উড়িয়ে দিলেন সব চাপ। দুই সতীর্থকে হারিয়েও ইস্পাতসম মনোবলে ব্যাট হাতে ঘুরে দাঁড়ালেন নাইম শেখ। 



ভারতের করা ১৭৪ রানের বিপরীতে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৪৪ রানে। দ্বিপক চাহার ও শিভাম দুবের দুর্দান্ত বোলিংয়ে ৩০ রানের সহজ জয়েই ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। ধরে রেখেছে ঘরের মাঠে চার বছর ধরে তিন ম্যাচের সিরিজে না হারার রেকর্ড।



অথচ নাইম শেখ ও মোহাম্মদ মিঠুনের তৃতীয় উইকেট জুটিতে দারুণ এক জয়ের পথেই এগুচ্ছিলো বাংলাদেশ দল। ইনিংসের তৃতীয় ওভারেই দুই ড্যাশিং ব্যাটসম্যান লিটন দাস ও সৌম্য সরকার ফিরে গেলে দলের হাল ধরেন তরুণ নাইম ও সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া মিঠুন।



দুজন মিলে মাত্র ৬১ বলে যোগ করেন ৯৮ রান। যেখানে মূলত সঙ্গ দেয়ার দায়িত্বে ছিলেন মিঠুন। কিন্তু ১৩তম ওভারের শেষ বলে ২৯ বলে ২৭ রান করে মিঠুন আউট হওয়ার পরই বদলে যায় সব সমীকরণ। আউটের মিছিলে যোগ দেন মুশফিক, মাহমুদউল্লাহ, আফিফ ধ্রুবরা। যার ফলে শেষপর্যন্ত মেলে ৩০ রানের পরাজয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top