নতুন অধিনায়ক মুমিনুলের নেতৃত্বে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত:
১৪ নভেম্বর ২০১৯ ২১:৫২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৭

প্রভাত ফেরী ডেস্ক: মুমিনুল হক নেতৃত্বের যুগে প্রবেশ করে ফেললো বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে হঠাৎই টেস্ট নেতৃত্ব এসে পড়লো এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে ‘কুল ক্রিকেটার’ হিসেবে পরিচিত মুমিনুল হকের কাঁধে।
তার নেতৃত্বেই ভারতের বিপক্ষে শুরু হলো বাংলাদেশের টেস্ট অভিযান। শুধু তাই নয়, মুমিনুল হকের নেতৃত্বেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলো বাংলাদেশের। শুরুটা বলা যায় ভালোই হলো বাংলাদেশের নতুন অধিনায়কের জন্য। বাংলাদেশের অধিনায়ক হিসেবে নিজের সূচনা এ সম্পর্কে মুমিনুল বলেন, ‘বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা সত্যিই সম্মানের একটি বিষয়। কারণ, খুব কম লোকই এই গৌরবময় সুযোগটি পেয়েছে।
ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সকালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ১৯ বছরের মাথায় এই প্রথম ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। রোমাঞ্চের সঙ্গে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের জন্য। গত কয়েক বছরে ভারত নিজের মাটিতে কতটা শক্তিশালী, সেটা পরিসংখ্যানে চোখ বুলালেই বোঝা যায়। নিজেদের মাঠে টানা ১২ টেস্টে হারের মুখ দেখেনি ভারত। এ সময়ে ড্র করেছে মাত্র তিনটি, বাকি ৯ টেস্টে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে তারা।
মুমিনুল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পর সাবেক ভারতীয় ব্যাটসম্যান সুনিল গাভাস্কার বলেন, খুবই সাহসী এক সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কারণ ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি কিংবা উমেষ যাদবদের সামনে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত কোনো সহজ কাজ নয়।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া সম্পর্কে মুমিনুল হক বলেন, ‘উইকেটটা একটু কঠিনই। এ কারণেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। চতুর্থ ইনিংসে ব্যাট করা হবে খুবই কঠিন।’
চলতি বছরে শুরু হয়েছে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে ফেললেও ইন্দোরের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, শাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।
ভারত একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন আশ্বিন, উমেষ যাদব, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: