আফগানিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ


প্রকাশিত:
২২ নভেম্বর ২০১৯ ০৩:৩৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৯

আফগানিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

প্রভাত ফেরী ডেস্ক: আফগানিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। বৃহম্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজ পতাকাধারীরা।



সাভারের বিকেএসপি মাঠে ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বের তিন ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি প্রতিপক্ষ। প্রথমে হংকং, এরপর ভারত ও নেপালকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ ইমার্জিং দল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছেন সৌম্য-শান্তরা। এর আগে অনুষ্ঠিত তিন আসরেই নক আউট পর্বে উঠেছিল লাল সবুজের ইমার্জিং দল। কিন্তু কোনটিতেই ফাইনালের স্বাদ পাওয়া হয়ে ওঠেনি। অবশেষে চতুর্থ আসরে এসে বহুকাঙ্খিত সেই প্রথমের দেখা পেল।



সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সুবিধা করে উঠতে পারেনি আফগানিস্তান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। তবে দারউইশ রসুলি এক পাশ আগলে খেলতে থাকেন। শেষের দিকে ওয়াহিদুল্লাহ শাফাক এবং তারিক স্টানিকজাইকে সাথে নিয়ে দলের রান ২’শ পার করেন। সৌম্য সরকারের বলে আউট হওয়ার হওয়ার আগে ১২৮ বল খেলে ১২৪ রান করেন রসুলি। শেষ পর্যন্ত স্কোর বোর্ডে ২২৮ রান তুলতে সমর্থ হয় আফগানিস্তান। বোলিংয়ে বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার ও হাসান মাহমুদ ৩টি করে উইকেট নেন। তানভির ইসলাম পান ২ উইকেট।



জবাব দিতে নেমে দলের ২৬ রানে ফিরে যান নাঈম শেখ। পরে ইমার্জিং এশিয়া কাপে দারুণ ফর্মে থাকা সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত দলকে জয়ের পথ দেখিয়ে দেন। সৌম্য এ ম্যাচেও দারুণ শুরু করে ফিরে যান ৫৯ বলে ৬১ রান করে। এ নিয়ে ইমার্জিং এশিয়া কাপে চার ম্যাচের তিনটিতে ফিফটি তুলে নিলেন তিনি। তাকে সঙ্গ দিয়ে অধিনায়ক নাজমুল শান্ত খেলেন ৬৮ বলে ৫৯ রানের ইনিংস। পরের পথটা ইয়াসির আলী ৩৮ এবং আফিফ হোসেন ৪৫ রান করে পাড়ি দেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top