টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে বহিষ্কার


প্রকাশিত:
২২ নভেম্বর ২০১৯ ২২:৪৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৭

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে বহিষ্কার

কিশোরী খেলোয়াড়কে যৌন হয়রানির অভিযোগে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে মাসুদ করিমকে টেনিস ফেডারেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।



গুলশান থানায় গতকাল বুধবার তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় একটি মামলাও হয়েছে। যৌন হয়রানির শিকার ওই টেনিস খেলোয়াড়ের (১৬) চাচা গোলাম মোর্শেদের বিরুদ্ধে মামলাটি করেন। ভুক্তভোগীর বাবাও একজন টেনিস খেলোয়াড়ের মেয়ে। তিনি প্রবাসী।



জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ মাসুদ করিম বলেছেন, ‘অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের কারণেই তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ফেডারেশনে নির্বাচনের ব্যবস্থা করব।’



নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ডিউটি অফিসার এসআই সিনথিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল মামলা হয়েছে। একমাত্র আসামি বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ। নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় ‘শ্লীলতাহানি’র অভিযোগে মামলাটি করা হয়েছে।



মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে আমার ভাতিজিকে নিয়ে মোর্শেদ একটি কফিশপে যান। কফি খাওয়ার পর আমার ভাতিজি তাকে ঢাকা ক্লাবে পৌঁছে দেয়ার অনুরোধ করলে কৌশলে গোলাম মোর্শেদ তাকে আবার বাসায় নিয়ে কুপ্রস্তাব দেন। আমার ভাতিজি প্রতিবাদ ও চিৎকার করলে গোলাম মোর্শেদ একটি গাড়ি ভাড়া করে তাকে পৌঁছে দেন।ওই কিশোরীর চাচা বলেন,;আমার ভাতিজি হতাশাগ্রস্ত হয়ে কাউকে না জানিয়ে ১৪ নভেম্বর আমেরিকা চলে যায়। আমার ভাই ও ভাতিজির সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার পর এজাহার করি। সবকিছু জানতে সময় লাগায় এজাহার করতেও বিলম্ব হয়। এ বিষয়ে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে মর্জি হন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top