ইমার্জিং কাপের চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের প্রয়োজন ৩০২ রান
প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০১:৩৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৭

প্রভাত ফেরী ডেস্ক: ইমার্জিং টিমস এশিয়া কাপের শিরোপা জিততে হলে বাংলাদেশের দরকার ৩০২ রান। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দ্রুতই উইকেট হারালেও শেষ পর্যন্ত ৩০১ রানের বড় সংগ্রহ গড়ে তোলে।
এর আগে শনিবার সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় এশিয়ার দুই দল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং টিম।
ফিল্ডিংয়ে নেমে পাকিস্তান শিবিরে শুরুতেই আঘাত হানে পেসার সুমন খান। তার দাপুটে বোলিংয়ে সাজঘরে ফেরেন পাকিস্তানের দুই ওপেনার উমায়র ইউসুফ (৪) ও হায়দার আলী (২৬)। তবে সেই রেশ ধরে রাখতে ব্যর্থ হন বাকি বোলাররা। ফলে ঘুরে দাঁড়ায় পাক দল।
৪১ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে গিয়েছিল পাকিস্তান। তৃতীয় উইকেটে সেই বিপদ সামলে ওঠেন রোহাইল নাজির আর ইমরান রফিক। এই উইকেটে তারা যোগ করেন ১০৭ রান। ৬২ রান করা ইমরানকে ফিরিয়ে এই জুটিটা ভাঙেন মেহেদী হাসান।
কিন্তু রোহাইল নাজির ঠিকই তুলে নেন সেঞ্চুরি। অথচ ২৪ রানেই থামতে পারতো তার ইনিংসটা। ১৮তম ওভারের প্রথম বলে স্লিপে তার সহজ ক্যাচ ছেড়ে দেন ইয়াসির আলি রাব্বি। তানভির ইসলামের প্রথম ওভার ছিল সেটা।
সেই জীবন কাজে লাগিয়েই শেষ পর্যন্ত ১১১ বলে ১১৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেন রোহাইল। ইনিংসের ৪৫তম ওভারে তাকে এলবিডব্লিউ করে সাজঘরের পথ দেখান হাসান মাহমুদ।
অধিনায়ক সৌদ শাকিলের ৪০ বলে ৪২ রান করে ইনিংসের শেষ ওভারে এসে সুমন খানের শিকার হন। ততক্ষণে পাকিস্তানের রান তিনশ ছুুঁই ছুুঁই, ৭ বলে ১২ রান করে আমাদ বাট তিনশ পার করেন।
বাংলাদেশের পক্ষে ৭১ রানে ৩টি উইকেট নেন সুমন খান। ২ উইকেট শিকার আরেক পেসার হাসান মাহমুদের। একটি উইকেট নেন মেহেদী হাসান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: