কলকাতা টেস্টও ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০৫:৫৪
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩১

প্রভাত ফেরী ডেস্ক: কলকাতার দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ফিরে গেছেন এবাদত হোসেন। আজ রবিবার ভারতের বিপক্ষে ইনিংস পরাজয় এড়াতে মাঠে নামে বাংলাদেশ। পরাজয় এড়াতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
কিন্তু এবার ইডেন টেস্টেও ইনিংস পরাজয়ের লজ্জায় ডুবতে হলো টাইগারদের। তৃতীয় দিন খেলা ১ ঘণ্টা না গড়াতেই অলআউট হলেন সফরকারীরা। এতে ইনিংস ও ৪৬ রানে ঐতিহাসিক ইডেন টেস্ট হারল বাংলাদেশ। আর ২-০ ব্যবধানে দুই ম্যাচ টেস্ট সিরিজ জিতল স্বাগতিকরা। এই নিয়ে টানা ৭ টেস্ট জিতল বিরাট কোহলির দল।
বাংলাদেশ ম্যাচটি হেরে যেতে পারতো দুইদিনেই। ভারতের দেয়া ২৪১ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৩ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন ৪ ব্যাটসম্যান। সেখান থেকে প্রতিরোধ গড়ে ম্যাচটিকে তৃতীয় দিনে এনেছিলেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ।
কিন্তু তৃতীয় দিন সকালে আর বেশিক্ষণ খেলতে পারেননি মুশফিক। আগেরদিন অপরাজিত থাকা ৫৯ রানের সঙ্গে তিনি যোগ করতে পেরেছেন আর ১৫ রান। আউট হয়েছেন ৭৪ রানে। আর আগেরদিনই হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়া মাহমুদউল্লাহ এদিন আর নামতেই পারেননি ব্যাট করতে।
উমেশ যাদব ৫৩ রানে ৫ উইকেট এবং ইশান্ত শর্মা ৫৬ রানে ৪ উইকেট শিকার করেন।
এর আগে প্রথম ইনিংসে ভারতীয় পেসারদের দাপটে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ২১৯ রানে এগিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বিরাট কোহলিরা। প্রথম ইনিংসের ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে ভারত।
ইন্দোরে প্রথম টেস্টে সফরকারীরা ভারতের বিপক্ষে মাত্র তিনদিনেই ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হেরে যায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট হয়। আর প্রথম ইনিংসে করেছিল ১৫০ রান। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছিল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: