দেখে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৯ ০৫:৩৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩৮

প্রভাত ফেরী ডেস্ক: এবারের বিপিএল হবে বিশেষ আসর। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে হতে যাওয়া এই আসরের রোডম্যাপ চুড়ান্ত হয়ে গেছে। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে আগামী ১১ ডিসেম্বর।প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। প্রথম দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।
এবারের বিপিএলেও অংশ নিতে যাচ্ছে সাতটি দল। সেগুলোর নাম দেয়া হয়েছে যথাক্রমে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
আগের ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে নতুনভাবে শুরু হচ্ছে এবারের বিপিএল। স্বভাবতই সাত দলেরই অভিষেক হতে যাচ্ছে কুড়ি ওভারের এই আসরে। ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার ম্যাচ দিয়ে শুরু হবে ৩৮ দিনের প্রতিযোগিতা।
ছকের মাধ্যমে বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
মোট তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএলের খেলা। তা হলো- ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। ১১ ডিসেম্বর ঢাকায় শুরু হয়ে গ্রুপ পর্বেই মোট ৫টি পর্ব অনুষ্ঠিত হবে।
এরপর ইলিমিনেটর এবং কোয়ালিফাইং রাউন্ড শেষে ২০২০-এর ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল। টুর্নামেন্ট শুরুর আগে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: