অবিশ্বাস্য নৈপুণ্যে রিয়ালের সাথে ড্র পিএসজির, রাতে মাঠে নামছে বার্সেলোনা
প্রকাশিত:
২৮ নভেম্বর ২০১৯ ০৩:১০
আপডেট:
২ ডিসেম্বর ২০১৯ ০০:০৪

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের তখন ৭৯ মিনিটের খেলা চলছে। দারুণ ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাট্যাকে, বাম প্রান্ত থেকে মার্সেলোর দারুণ এক ক্রস থেকে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ তে এগিয়ে নেন করিম বেনজেমা। এই সময়টাতে সান্তিয়াগো বার্নাব্যুবাসী হয়ত ভাবতেই পারেনি আর মিনিট তিনেকের মধ্যেই হাত থেকে ফসকে যাবে হাতের মুঠোতে থাকা ম্যাচটি। হয়েছেও সেটাই!
নিশ্চিত পরাজয়।ধরেই নিয়েছিলেন পিএসজির সমর্থকরা। কিন্তু ফুটবলে শেষ মুহূর্তেও অনেক কিছু ঘটে যেতে পারে। পুরো পৃথিবীও বদলে দেয়ার ক্ষমতা রাখে ফুটবল ম্যাচের শেষ মুহূর্ত। যে কারণে, বার্নাব্যুতে শত্রুর ডেরায় বসেও আশায় বসতি বেধে রাখছিল পিএসজি সমর্থকরা।
সেই আশার পরিপূর্ণরূপে প্রতিদান দিলেন নেইমার-এমবাপেরা। ২ গোলে পিছিয়ে থাকার পরও শেষ মুহূর্তে মাত্র ২ মিনিটের ব্যবধানে সেই দুই গোল শোধ করে রিয়াল মাদ্রিদের জয় কেড়ে নিলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটা শেষ হলো শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে।
রাতে মাঠে নামছে বার্সেলোনা
লিওনেল মেসির মাইলফলকের দিনে চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে বার্সেলোনা। আজ মাঠে নামলেই বার্সার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৭০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন বার্সার প্রাণভোমরা। একই দিনে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালে বার্সা নিশ্চিত করবে শেষ ষোলো। ম্যাচটি শুরু হবে বুধবার দিবাগত রাত ২টায়। সম্প্রচার করবে সনি টেন-২।
বার্সার ‘এফ’ গ্রুপের অবস্থা এক প্রকার অনিশ্চিত। আজ বরুশিয়াকে হারাতে পারলেই শেষ ষোলোতে চলে যাবে কাতালানরা। একই অবস্থা জার্মান ক্লাব বরুশিয়ারও। আবার আজ একই গ্রুপে ইন্টার মিলানের আশা বেঁচে থাকবে স্লাভিয়া প্রাগকে হারাতে পারলে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: