এসএ গেমসে এক দিনেই তিনটি সোনা জয় বাংলাদেশের


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০১৯ ০১:৩৯

আপডেট:
৪ ডিসেম্বর ২০১৯ ০১:৫৯

হুমায়রা আক্তার অন্তরা

প্রভাত ফেরী ডেস্ক: এসএ গেমসের ১৩তম আসরে আরও একটি স্বর্ণপদক জিতল বাংলাদেশ। মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণি কুমিতে সেরা হয়েছেন হুমায়রা আক্তার অন্তরা। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন বাংলাদেশি এই অ্যাথলেট।

দক্ষিণ এশিয়ান গেমসের তৃতীয় দিনে (মঙ্গলবার) কারাতে ইভেন্টে বাজিমাত করছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এরই মধ্যে তিনটি স্বর্ণ পদক জিতে নিয়েছেন কারাতেকারা। মোহাম্মদ আল আমিন হোসেন ও মারজানা আক্তার পিয়ার পর কারাতে ইভেন্টে স্বর্ণ জিতলেন হোমায়রা আক্তার অন্তরা শেফা।

এবারের এসএ গেমসে এটি বাংলাদেশের চতুর্থ স্বর্ণপদক। অন্তরার আগে মঙ্গলবার কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে মারজান আক্তার প্রিয়া এবং পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে আল আমিন স্বর্ণ জিতেছেন। এছাড়া সোমবার তায়কোয়ান্দোতে স্বর্ণ জেতেন দিপু চাকমা।

এ স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গতবারের সাফল্য ছুয়ে ফেলল। ২০১৬ সালে ভারতের গুয়াহাটি ও শিলংয়ে বাংলাদেশ চারটি স্বর্ণ জিতেছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top