নেপালকে হারিয়ে এসএ গেমসের ফাইনালে বাংলাদেশ
প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০১৯ ০১:১৫
আপডেট:
১০ ডিসেম্বর ২০১৯ ০০:৩৮

প্রভাত ফেরী ডেস্ক: দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) নিজেদের তৃতীয় ম্যাচেও জিতল বাংলাদেশ অনুর্ধ-২৩ দল। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৫৬ রানের টার্গেটে খেলতে নামা নেপাল ১১১ রানে অলআউট হয়ে গেলে ৪৪ রানে জয় পায় টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করল সৌম-শান্তরা।
প্রথম রাউন্ডের ৩ ম্যাচের সবকয়টিতে জেতা বাংলাদেশের পয়েন্ট এখন ৬। সমান ৬ পয়েন্ট রয়েছে তিন ম্যাচ খেলা শ্রীলঙ্কারও। স্বাগতিক নেপাল নিজেদের ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পাওয়ায় নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ।
আজ শনিবার এসএ গেমসে পুরুষ ক্রিকেটে মুখোমুখি হয় দুই দল। ক্রিতিপুরে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নেপাল। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লাল সবুজ জার্সিধারিরা। ৫৯ রানে ৪ টপ অর্ডার সাজঘরে ফিরলে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।
কিন্তু নাজমুল শান্ত এবং আফিফ হোসেনের ব্যাটিং নৈপূণ্যে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নেপালের সামনে দাঁড় করিয়ে দেয় ১৫৬ রানের লক্ষ্য। ২৮ বলে ৫২ রান করে আফিফ ফিরলেও উইকেট আগলে বসে থাকেন শান্ত। ৬০ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৭ রানে স্বাগতিক শিবিরে প্রথম আঘাত হানেন তানভির ইসলাম। এরপর নিয়মিত উইকেট পতন এবং বাংলাদেশি বোলারদের কিপটে বোলিংয়ে নেপালের ইনিংস থামে ৯ উইকেটে ১১১ রানে। ফলে ৪৪ রানের সহজ জয় দিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।
স্কোরঃ
বাংলাদেশ- ১৫৫/৬; নাজমুল শান্ত (৭৫*), আফিফ হোসেন (৫২); পরশ খাদকা ৩/১৫
নেপাল- ১১১/৯; জ্ঞানেন্দ্র মাল্লা (৪৩), তানভির ইসলাম ২/২০, সৌম্য সরকার ২/২০
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: