তামিমের ব্যাটিংয়ে টানা ম্যাচ জয় ঢাকার


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ২২:৪৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৬

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: প্রথম ম্যাচে বড় হার। কিন্তু সেই হারে আত্মবিশ্বাস নড়ে যাবে কি, উল্টো যেন আরও উজ্জীবিত চেহারায় হাজির ঢাকা প্লাটুন। হারের পর টানা দুই ম্যাচে সহজেই জিতেছে মাশরাফি বিন মর্তুজার দল। আজ শনিবার মিরপুরে তারা ২৪ রানে হারিয়েছে সিলেট থান্ডার্সকে।

১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে যেভাবে এগুনো দরকার ছিল, সেটা কখনই পারেনি সিলেট। নিয়মিত বিরতিতেই তারা উইকেট হারিয়েছে। উপরের সারির ৫ ব্যাটসম্যানের কেউ ২০ রানও করতে পারেননি। ৬১ রানে ৫ উইকেট হারায় দলটি।

ঢাকায় প্রথম পর্বের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় সিলেট। তাতে লাভ হয়নি তাদের। এনামুলের হাফসেঞ্চুরিতে ৪ উইকেটে ১৮২ রান করে ঢাকা। মোসাদ্দেক হোসেনের ফিফটিতে সিলেট লড়াই করলেও থামতে হয় ৭ উইকেটে ১৫৮ রানে।

ঢাকা প্লাটুনের পক্ষে ২টি করে উইকেট নেন মাশরাফি ও হাসান মাহমুদ। এর আগে ব্যটিংয়ে ঢাকার হয়ে বড় অবদান রাখেন এনামুল হক বিজয়। ডানহাতি এ ওপেনার ৪২ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় করেন ৬২ রান। উদ্বোধনী জুটিতে তাকে সঙ্গ দেওয়া তামিম ইকবাল ২৮ বলে খেলেন ৩১ রানের ইনিংস। ঢাকার হয়ে শেষদিকে কার্যকর ছোট তিনটি ইনিংস খেলে দেন থিসারা পেরেরা (১১ বলে ২২), জাকের আলি (১২ বলে ২০) ও ওয়াহাব রিয়াজ (৭ বলে ১৭)।

সংক্ষিপ্ত স্কোর: ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৮২/৪ (এনামুল ৬২, তামিম ৩১, থিসারা ২২*, ইভান্স ২১, জাকের ২০; মোসাদ্দেক ১/১৬, দেলোয়ার ১/২৮)।

সিলেট থান্ডার: ২০ ওভারে ১৫৮/৭ (মোসাদ্দেক ৬০*, চার্লস ১৯, দেলোয়ার ১৭; হাসান ২/২৪, মাশরাফি ২/২৯)।

ফল: ঢাকা প্লাটুন ২৪ রানে জয়ী। ম্যাচ সেরা: এনামুল হক বিজয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top