রেকর্ড রানের ম্যাচে লড়াই করে হারলো ঢাকা প্লাটুন
প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০১৯ ১০:৪০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩৮

প্রভাত ফেরী ডেস্ক: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ১৬ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাহমুদুল্লাহ রিয়াদের দলের দেওয়া ২২২ রানের জয়ের লক্ষ্য ছুঁতে লড়াই করছিল মাশরাফির ঢাকা প্লাটুন। তবে শেষ পর্যন্ত ঢাকার সংগ্রহ দাঁড়ায় সবক'টি উইকেট হারিয়ে ২০৫ রান।
অথচ চট্টগ্রামের বড় সংগ্রহ দেখেও ভড়কে যায়নি ঢাকা। দলকে সাহসী সূচনা এনে দেন টেস্ট স্পেশালিস্ট তকমা গায়ে লেগে যাওয়া মুমিনুল হক। তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিং করতে নেমে ৩৫ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫২ রানের ঝড়ো এক ইনিংস খেলেন তিনি।
পরের ব্যাটসম্যানরা বড় কিছু করতে না পারলেও বল নষ্ট করেননি। জাকের আলি ১৯ বলে ২৭, লরি ইভান্স ১১ বলে ১৭, আসিফ আলি ৬ বলে ১৫, আফ্রিদি ৬ বলে করেন ৯ রান।
শেষ ৩৬ বলে ম্যাচ জিততে ঢাকার প্রয়োজন দাঁড়ায় ৮২ রান। এমন সময় উইকেটে মাশরাফি বিন মর্তুজা। উইকেটে এসেই ঢাকার অধিনায়ক ব্যাট হাতে যা করলেন তাতেই নার্ভাস পুরো চট্টগ্রাম! নাসিরের ওভারের প্রথম তিন বলে ছক্কা হাঁকালেন মাশরাফি। চতুর্থ বলে বাউন্ডারি। পঞ্চম বলেও ছক্কার জন্য বল ভাসালেন মাশরাফি। কিন্তু বাউন্ডারির দড়ির কাছে দাঁড়িয়ে দ্বিতীয় প্রচেষ্টায় ইমরুল কায়েস ক্যাচটা নিলেন। ৬ বলে ২৩ রান করা মাশরাফি ফিরলেন। তখনো তিসারা পেরেইরা উইকেটে। এবং ম্যাচে টিকে ছিল ঢাকা বেশ ভালোভাবেই।
একপ্রান্ত থেকে পেরেইরা ঠিকই ছক্কার পর ছক্কা হাঁকান। ১৮ বলে ৪২ রানের প্রয়োজন একসময় কমে দাঁড়ায় ১২ বলে ৩৪ রানে। ১৯ নম্বর ওভারে পেরেইরা আরো দুই ছক্কা হাঁকিয়ে টার্গেট কমিয়ে আনেন। শেষ ওভারে ম্যাচ জিততে ঢাকার চাই ২১ রান।
তিসারা পেরেইরা স্ট্রাইক নেন। ম্যাচের শেষ ওভারটা করতে এলেন মেহেদি হাসান রানা। প্রথম বলে ঝুঁকি নিয়ে দুই রান নিলেন। পরের দুই বলে বাউন্ডারি বা ছক্কা হাঁকানোর চেষ্টা করলেন। পারলেন না। সিঙ্গেল রান ছিল। কিন্তু নিলেন না। তৃতীয় বলে আবার দুই রান। শেষ দুই বলে টার্গেট দাঁড়াল ১৭ রান। চতুর্থ বলেও একরানের বেশি নেওয়ার সুযোগ ছিল না তার সামনে। তাই সেই রানও নিলেন না। শেষ বলে মেহেদি ঠিকই তুলে নিলেন তার শিকার তিসারা পেরেইরাকে। ২৭ বলে ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৪৭ রান করলেন এই শ্রীলঙ্কান।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২২১/৪ (২০ ওভারে, সিমন্স ৫৭, আবিস্কা ফার্নান্দো ২৭, ইমরুল ৪০, মাহমুদউল্লাহ ৫৯, ওয়ালটন ২৭*; হাসান মাহমুদ ২/৫৫)।
ঢাকা প্লাটুন : ২০৫/১০ (২০ ওভারে, মমিনুল ৫২, জাকের আলী ২৭, তিসারা পেরেইরা ৪৭, মাশরাফি ২৩; মেহেদি হাসান রানা ৩/২৩)।
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী।
ম্যাচ সেরা: মেহেদি হাসান রানা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: