অস্ট্রেলিয়াতে নাসিরের সফল অস্ত্রোপচার
প্রকাশিত:
৯ জুন ২০১৮ ১৪:৩৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৫৯

নাসিরের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল ৫ জুন। কিন্তু সেটা হয়েছে নির্ধারিত সময়ের ৩ দিন পর। ৮ জুন, শুক্রবার সন্ধ্যায় মেলবোর্নের একটি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়েছে।
ক্রিকেটারদের লিগামেন্ট সংক্রান্ত সমস্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুরনো বন্ধু ডেভিড ইয়াংয়ের অধীনেই নাসিসের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যবিদ ইয়াংয়ের সঙ্গে বিসিবির সখ্যতা মূলত মাশরাফি বিন মুর্তজার হাত ধরে।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দুই হাঁটুর সাতটি অস্ত্রোপচারের ছয়টি করেছেন এই অস্ট্রেলিয়ান শল্যবিদ। সেই সূত্রে মাশরাফি ও বিসিবির সঙ্গে তার সখ্যতা।
অস্ত্রোপচারের পর সুস্থ আছেন নাসির হোসেন। সুস্থতার কথা জানিয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার নিজেই। রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের হাসপাতালের বিছানায় শুয়ে দুটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ্, আপনাদের সবার দোয়ায় অপারেশন সাকসেসফুল হয়েছে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: