সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৫

ফাইনালের আগে ট্রপি হাতে দুই দলের অধিনায়ক  (ছবি: আইসিসির ওয়েবসাইট থেকে সংগৃহীত)

প্রভাত ফেরী ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আকবর আলীর দল শিরোপা জিতে ইতিহাস গড়তে চায়। যদিও ইতিহাস পক্ষে নেই তাদের। এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে তারা। অন্যদিকে ভারত এই টুর্নামেন্টে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন। তাই আজকের ফাইনালে নিরঙ্কুশ ফেবারিট প্রিয়ম গার্গের ভারতই। তবে এটা নিশ্চিত, আকবরের বাংলাদেশও ছেড়ে কথা বলবে না।

শনিবার মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগেও একই কথা উচ্চারিত হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলির কণ্ঠেও। ফাইনালের বাড়তি চাপ নিতে চায় না তার দল, বরং স্বাভাবিক ম্যাচ হিসেবেই খেলতে চান ভারতের বিপক্ষে ফাইনালে- এ মন্ত্রই আকবর জানালেন ম্যাচের আগেরদিন।

ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে আকবল বলেন, ‘আমি মনে করি, ফাইনাল ম্যাচটিকে আমরা স্বাভাবিক গেম হিসেবেই নিচ্ছি। তবে ছেলেরা এ ম্যাচে খেলার জন্য মুখিয়ে আছে। শিরোপা জিতে বাড়ি ফেরার জন্য এটা আমাদের কাছে অনেক বড় সুযোগ। আমরা আমাদের বেসিক ঠিক রেখে খেলার কথা ভাবছি। এখনও বিশ্লেষণ চলছে আগের ম্যাচগুলো দেখে। স্বাভাবিক খেলা খেলতে পারলেই তাদের হারাতে পারবো আশা করি।’

অন্যদিকে, যুব বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ভারত। এমনকি ২০১৮ সালের সবশেষ আসরেও শিরোপা জিতেছিল দলটি। যার ফলে এবার প্রিয়াম গার্গের নেতৃত্বে খেলতে আসা ভারতীয় যুবাদের ওপরেও প্রত্যাশার চাপ রয়েছে। সে চাপ দূরে ঠেলে নিজেদের মনোযোগ ধরে রাখার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী ফাইনালকে সহজভাবে নিতে চাইছেন। শনিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফাইনাল কিংবা শিরোপা জিততেই হবে এমন কিছু চিন্তা করছি না। এসব ভেবে খেলতে নামলে বাড়তি চাপ চলে আসবে। চেষ্টা করবো আগের ম্যাচগুলোর মতো ফাইনালকেও সাধারণ ম্যাচ ভেবে খেলতে।’

ভারতকে সমীহ করলেও পরিকল্পনা মতো খেলতে চান আকবর, ‘ভারত দুর্দান্ত দল, তাদের ব্যাটিং-বোলিং দুটোই ভালো। টুর্নামেন্টে তারা এখনও অপরাজিত, আমরাও অপরাজিত। ফাইনালে পরিকল্পনা মতো খেলতে পারলে না জেতার কারণ দেখি না।’

টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটে-বলে উজ্জ্বল বাংলাদেশ। ফাইনালে তাই আশাবাদী অধিনায়ক, ‘আমাদের ব্যাটিং-বোলিং দুটোই ভালো হচ্ছে। টপ অর্ডার ব্যাটসম্যানরা ছন্দে আছে। বোলারদের ইকোনমিও ভালো। ভারতের বিপক্ষে বোলার-ব্যাটসম্যানরা ভালো খেললে ফল আমাদের পক্ষে আসবে।’

আকবরের মতো শাহাদাত হোসেনের কাছেও ফাইনালে একটাই মন্ত্র—সাধারণ ম্যাচ, ‘আমাদের প্রস্তুতি ভালো। সাধারণ ম্যাচ মনে করেই ফাইনালে খেলতে নামবো। এছাড়া অন্য কিছু ভাবছি না।’



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top