জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ
প্রকাশিত:
২ মার্চ ২০২০ ০৫:১৮
আপডেট:
২ মার্চ ২০২০ ১৪:৪২

প্রভাত ফেরী: অবসরের বার্তা নিয়ে ফিরলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চোট কাটিয়ে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন। নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরাও ফিরলেন। প্রায় সাত মাস পর ওয়ানডেতে ফিরল বাংলাদেশ, তাদের সেই ফেরাটা হলো ওয়ানডেতে নিজেদের সব থেকে বড় জয় তুলে নেওয়ার উৎসবে।
জিম্বাবুয়ের এই দলটা যে বাংলাদেশের চেয়ে কতটা পিছিয়ে সেটা বোঝা গেল প্রথম ওয়ানডেতেই। ১৬৯ রানে হেরে গেল দলটি। বাংলাদেশের ৩২১ রানের জবাবে জিম্বাবুয়ে ৩৯.১ ওভারে ১৫২ রানেই গুটিয়ে গিয়েছে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে গেল। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে, ৩ মার্চ।
২০২০ সালে নিজেদের প্রথম ওয়ানডেতে যেভাবে যা করতে চেয়েছিল বাংলাদেশ, সবুজে ঘেরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার তারা সেটাই করেছে। আসলে চাওয়ার থেকেও বেশি পেয়েছে টাইগাররা। শক্তিতে বাংলাদেশ এখন কতটা এগিয়ে, সেটা জিম্বাবুয়েকে দেখিয়ে দেওয়ার দিনে উইকেটের দেখা পেয়েছেন মাশরাফি।
টস জিতে ব্যাট করতে নেমে লিটন দাসের অসাধারণ সেঞ্চুরি, মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরি এবং শেষ মুহূর্তে সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৩২১ রানের বিশাল স্কোর গড়ে তোলে বাংলাদেশ।
জবাব দিতে নেমে জিম্বাবুইয়নাদের ওপর শুরু থেকেই বিধ্বংসী বোলিং করতে শুরু করেন সাইফউদ্দিন। তার সঙ্গে যোগ দেন মেহেদী হাসান মিরাজ, মাশরাফি, মোস্তাফিজ এবং তাইজুলরা। এদের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৩৯.১ ওভারেই ১৫২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
সাইফউদ্দিন সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন। ৭ ওভার বল করে মাত্র ২২ রান দেন তিনি। এছাড়া ৮ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, ৬.১ ওভার বল করে মাশরাফিও নেন ২ উইকেট। মোস্তাফিজ এবং তাইজুল নেন ১টি করে উইকেট।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: