সিরিজ নিশ্চিত করতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ


প্রকাশিত:
৩ মার্চ ২০২০ ১৭:৪১

আপডেট:
৩ মার্চ ২০২০ ২৩:০১

জিম্বাবুয়ের বিপক্ষে লড়ায়ের আগে অনুশীলনে তামিম মুশফিক

প্রভাত ফেরী: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বলতে গেলে হেসে-খেলেই হারিয়েছে বাংলাদেশ। লিটন দাসের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে ৩২১ রানের বিশাল স্কোর গড়ে তোলার পর বোলারদের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৩৯.১ ওভারে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশ পেয়ে যায় ১৬৯ রানের বিশাল জয়।

এবার দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ জয়ের পালা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার বাইরেও মুশফিকুর রহিমের জন্য ম্যাচটি বিশেষ কিছু। জিম্বাবুয়েকে হারাতে পারলে মুশফিক নিজেই পাবেন শততম জয়ের স্বাদ। মঙ্গলবার দুপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে। যা সরাসরি দেখা যাবে গাজী টেলিভিশনে।

আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। সে ক্ষেত্রে প্রায় ১৬ মাস পর কোনো দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ জিতবে টাইগাররা।

যদিও ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা সেই সিরিজের পর বাংলাদেশ ওয়ানডেই খেলেছে খুব কম। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১৯ সালের শুরুতে। এরপর খেলেছে বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপের আগ মুহূর্তে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় জিতেছিল মাশরাফির দল।

বিশ্বকাপের পরপরই গত বছর জুলাই মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে তামিম ইকবালের নেতৃত্বে রীতিমত নাকানি-চুবানি খেয়ে এসেছে বাংলাদেশ। এরপর তো গত সাত মাসে কোনো ওয়ানডে সিরিজই খেলা হয়নি টাইগারদের। এবার জিম্বাবুয়েকে ডেকে এনে অবশেষে সিরিজ জয়ের আক্ষেপ ঘোচানোর একটা সুযোগ পেয়েছে টিম বাংলাদেশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top