ব্রাজিলের অধিনায়ক রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো


প্রকাশিত:
১৭ জুন ২০১৮ ১৪:৪২

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৫৫

ব্রাজিলের অধিনায়ক রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো

২০১৪ বিশ্বকাপে নেতৃত্বটা ছিল থিয়াগো সিলভার কাঁধে। এর পর গত দু-তিন বছর একেক ম্যাচে একেক জনকে দিয়ে অধিনায়কত্ব করিয়েছেন তিতে। প্রশ্ন ছিল- বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক হবেন কে? কোটি টাকার সেই প্রশ্নের উত্তরটা এবার মিললো। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো। অভিজ্ঞ এই ল্যাফট ব্যাকের ওপরই ভরসা রেখেছেন কোচ। 



পর্দা উঠেছে তিনদিন আগে, তবে হট-ফেভারিট ব্রাজিলের বিশ্বকাপ শুরু হচ্ছে রোববার। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী সুইজারল্যান্ড। ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন মার্সেলো।



বাংলাদেশ সময় রাত ১২টায় রোস্তভে মুখোমুখি হবে ব্রাজিল-সুইজারল্যান্ড। ২০০৬ সালে অভিষেকের পর বিশ্বকাপে সেলেসাওদের নেতৃত্ব দেয়া ৩০ বছর বয়সী লেফটব্যাক মার্সেলোর কাছে স্বপ্নপূরণের মতোই।



তিনি বলেন, ‘নেতৃত্ব এমনকিছু, যা আমি পছন্দ করি। অনুভব করছি, বিষয়টি আমি দলের মধ্যে ছড়িয়ে দিতে পারবো।’



শৈশবের দিকে ফিরে তাকিয়ে বিচে ফুটবল খেলার দিনগুলো চোখে ভাসছে মার্সেলোর। বড় মঞ্চে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা কত বড় স্বপ্নপূরণ সেটা অনুধাবন হয়েছে আগেই, আর এখন অধিনায়ক।



নেতৃত্বের গুরুত্ব তার কাছে কতটা সেটাও বুঝিয়েছেন মার্সেলো। বলছেন, ‘এটা এমন একটা জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top