করোনা ভাইরাস আতঙ্কে ভারত- দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচ বাতিল
প্রকাশিত:
১৪ মার্চ ২০২০ ০৪:৩৮
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩৩

প্রভাত ফেরী: করোনা ভাইরাস শঙ্কার মধ্যেই ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, সংক্ষিপ্ত সফর বলেই হয়তো এত ভয় ছিল না প্রোটিয়াদের। স্বাস্থ্য সচেতনতায় কেবল 'হ্যান্ডশেক' না করার কথা জানিয়েছিল তারা। করোনা শঙ্কা পাশ কাটিয়ে বৃহস্পতিবার ধর্মশালায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়ানোর সব প্রস্তুতি ছিল। কিন্তু দিনভর বৃষ্টির কারণে এই ম্যাচে টসই করা সম্ভব হয়নি।
আইপিএল স্থগিত হয়েছে। এ অবস্থায় ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে, এমন ভাবনা অবাস্তব। পরিস্থিতি বিবেচনায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সিরিজের শেষ দুটি ওয়ানডে বাতিল করে দিয়েছে।
বিসিসিআইয়ের এক মুখপাত্র পিটিআইকে বলেছেন, ‘আইপিএল যেহেতু স্থগিত হয়ে গেছে, তাই এই সিরিজটি বাতিল করে দেওয়াই যৌক্তিক মনে হয়েছে। কারণ ভারত গুরুতর মহামারীর মুখোমুখি হয়েছে।’
ধর্মশালায় সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডে ১৫ মার্চ হওয়ার কথা ছিল লক্ষ্ণৌতে, ১৮ মার্চ তৃতীয় ম্যাচ কলকাতায়।
এরই মধ্যে লক্ষ্ণৌতে পৌঁছে গেছে দুই দল। কিন্তু সিরিজ বাতিল হয়ে যাওয়ায় প্রোটিয়াদের এখন ঘরে ফেরার তাড়া। বিসিসিআইয়ের ওই কর্তা বলেছেন, ‘প্রথমে দক্ষিণ আফ্রিকা দল দিল্লিতে যাবে। এরপর যত দ্রুত সম্ভব তারা দেশে ফেরার বিমান ধরবে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: