র‍্যাঙ্কিংয়ে ৩৪ বছরের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া


প্রকাশিত:
১৮ জুন ২০১৮ ১৩:১০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৩৩

র‍্যাঙ্কিংয়ে ৩৪ বছরের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ক্রিকেটে খারাপ সময়টা যেন কাটছেই না। নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচ হেরে র‌্যাঙ্কিংয়ে পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে তারা। যা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ৩৪ বছরের মধ্যে সবচেয়ে খারাপ র‌্যাঙ্কিং। ক্রিকেট.কম. অস্ট্রেলিয়া এমন পরিসংখ্যান তুলে ধরেছে।



 



তারা আরো জানায় ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি তিনটির মধ্যে একটি ম্যাচ জিতলে তারা পাকিস্তান তে সরিয়ে আবার পঞ্চম স্থানে উঠে আসার সুযোগ রয়েছে।



বিগত বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ হারে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার নিন্ম মুখিতার শুরু। সেই থেকে তারা ১৫ টি ওয়ানডে ম্যাচের মধ্যে ১৩টি ম্যাচেই হেরেছে।এ সময়ে অস্ট্রেলিয়া পরপর তিনটি দ্বিপক্ষীয় সিরিজ হারে নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ডের কাছে।




বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top