একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিশ্বরেকর্ড
প্রকাশিত:
২০ জুন ২০১৮ ০২:১৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৩১

৫০ ওভারের ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক এখন ইংল্যান্ড।পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তটা যে অস্ট্রেলিয়ার জন্য এতটা আত্মঘাতী হয়ে যাবে সেটা কে ভেবেছিল।ঘরের মাঠে আগের দুই ম্যাচ জিতে মানসিকভাবে এগিয়েই ছিল ইংলিশরা। তার প্রভাব দেখা গেলো তৃতীয় ম্যাচে। ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় আর জনি বেয়ারেষ্ট্রো প্রথম থেকেই চেপে বসেন অজি বোলারদের উপর।দু'জনই রান তুলতে থাকেন দ্রুত। অল্পের জন্য শতক হাঁকাতে না পারলেও জেসন রয় করেন ৬১ বলে ৮২ রান। আরেক ওপেনার জনি বেয়ারেষ্ট্রো আর হাতছাড়া করেননি শতক।অস্ট্রেলীয় বোলারদের একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৯২ বলে করেন ১৩৯ রান। তার ইনিংসে ছিল ১৬ চার আর পাঁচটি ছয়।
দুই নম্বরে ব্যাট করতে আসা এলেক্স হেলসও তুলে নেন শতক। বেয়ারেষ্ট্রো সমান ৯২ বল খেলে করেন ১৪৭ রান।
মিডল অর্ডারে ব্যাট করতে এসে মাত্র ৩০ বলে করেন ৬৭ রানের দ্রুততম ইনিংস খেলে ইতিহাস গড়ার পথটা সহজ করে দেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪৮১ রান।
২০১৫ সালের পর থেকে ওয়ানডে ক্রিকেট সবচেয়ে বেশি ৩৩ ইনিংসে ৩০০ এর উপরে রান করেছে ইংল্যান্ড। এর ভিতরে জিতেছে ২২টি ম্যাচ।
ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইতিহাস:
• ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ৪৮১/৬ নটিংহ্যাম, ২০১৮
• ইংল্যান্ড বনাম পাকিস্তান ৪৪৪/৩ নটিংহ্যাম, ২০১৬
• শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস ৪৪৩/৯ এমেস্টিলভেন, ২০০৬
• দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ৪৩৯/২ জোহানেসবার্গ, ২০১৫
• দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ৪৩৮/৯ জোহানেসবার্গ, ২০০৬
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: