ডেনিস চেরিশেভ -রিয়ালে বেড়ে ওঠা এক রাশিয়ান


প্রকাশিত:
২০ জুন ২০১৮ ০৯:৩০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৪৩

ডেনিস চেরিশেভ -রিয়ালে বেড়ে ওঠা এক রাশিয়ান

জন্ম রাশিয়ায়। তবে বেড়ে ওঠা ও ফুটবল দীক্ষা রিয়াল মাদ্রিদের একাডেমি কাস্তিয়ায়। ২০১২তে রাশিয়ার জাতীয় দলে অভিষেক হলেও ২০১৫’র পর কোন ম্যাচের শুরুর একাদশে ছিলেনই না। বিশ্বকাপের দলে থাকার কথা ছিল না। এই টুর্নামেন্টের আগে কোচ স্তানিসলাভ চেরচেসভের অধীনে মাত্র ৩৩ মিনিটই খেলেছেন মাঠে। তারপরও বিশ্বকাপে স্বাগতিক রাশিয়ার আক্রমণভাগে সবচেয়ে বড় অস্ত্র এখন এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।



কথা হচ্ছিল ডেনিস চেরিশেভকে নিয়ে। যার বিশ্বকাপ খেলার কথা ছিল না, তিনিই এখন ক্রিস্টয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা। সৌদি আরবের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে ছিলেন না চেরিশেভ। ম্যাচের ২৪ মিনিটে অ্যালান জাগোয়েভের ইনজুরি সুযোগ করে দেয় মাঠে নামার। আর তা কাজে লাগাতে মাত্র ১৯ মিনিট সময় নেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে ক্যারিয়ারে প্রথম গোল তিনি পান বিশ্বকাপে এসে। ম্যাচের যোগ করা সময়ে বাঁ পায়ের দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটিও করেন। রাশিয়াকে ৫-০ গোলে ম্যাচটি জিততে বড় ভূমিকা রাখেন তিনি। মিশরের বিপক্ষে পরের ম্যাচেই শুরুর একাদশে মাঠে নামেন চেরিশেভ। ৫৯ মিনিটেই গোল করে বুঝিয়ে দেন কোচের সিদ্ধান্ত ঠিক ছিল। ম্যাচটি ৩-১ গোলে জিতে শেষ ষোল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে রাশিয়া। আর ২ ম্যাচে ৩ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তিনি এখন পর্যন্ত চলতি আসরে সর্বোচ্চ গোলদাতা। তবে সব সময় দলের জয়ে অবদান রাখতে চান তিনি। গত দুই ম্যাচে তা করতে পেরেই আনন্দিত চেরিশেভ বলেন, ¯্রষ্টাকে ধন্যবাদ, আমি দুই ম্যাচে তিন গোল করতে পেরেছি। তবে আমার লক্ষ্য দলকে সাহায্য করা। দলের অন্য খেলোয়াড়রা গোল করলে আমি তাদের জন্যও আনন্দিত হব। পেশাদার ক্যারিয়ারে বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে খেলছেন চেরিশেভ। পুরো রাশিয়া দলে মাত্র দুজন দেশের বাইরের ক্লাবে খেলেন, তাদের মধ্যে চেরিশেভ একজন। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top