রোগী সনাক্তে নিউ সাউথ ওয়েলসে নতুন রেকর্ড


প্রকাশিত:
১০ আগস্ট ২০২১ ২১:২৪

আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ১০:১৩

 

প্রভাত ফেরী: নিউ সাউথ ওয়েলস রাজ্যে স্থানীয়ভাবে সনাক্ত ৩৫৬টি নতুন রোগী রেকর্ড করা হয়েছে, যার এক তৃতীয়াংশ সংক্রামক অবস্থায় কমিউনিটির মধ্যে ছিল। টিকা দেওয়া হয়নি এমন তিনজন বয়স্ক ব্যক্তি মারা গেছেন, বর্তমান প্রাদুর্ভাবের সময় কোভিড-জনিত মৃত্যুর সংখ্যা ৩২-এ দাঁড়ালো।

বায়রন শায়ার, রিচমন্ড ভ্যালি, লিসমোর এবং ব্যালিনা শায়ার স্থানীয় সরকার এলাকাগুলি ১৭ আগস্ট মঙ্গলবার মধ্যরাত ১২:০১ মিঃ পর্যন্ত লকডাউনে থাকবে।

প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেছেন, জনস্বাস্থ্য আদেশ না মানার প্রবণতাই ভাইরাস ছড়ানোর প্রধান কারণ এবং তিনি সবাইকে টিকা দেওয়ার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


Top