অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে গাছের চারা বিতরণ
প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২১ ২৩:৪৯
আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ১৪:১০
প্রভাত ফেরী: সিডনির অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষিবিদ ড. এখলাস উদ্দিন বাবু এবং বাংলার কণ্ঠ অনলাইন নিউজ পোর্টালের উদ্যোগে ১১ ডিসেম্বর (শনিবার) চারাগুলো বিতরণ করা হয়।
এর আগে দোয়া পরিচালনা করেন সেন্টারের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান কমিটির সিনিয়র সদস্য গোলাম কিবরিয়া। এসময় উপস্থিত ছিলেন সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হাবিব ভূইয়া, প্রভাত ডট কম অনলাইন পোর্টালের সম্পাদক আতিকুর রহমান, কৃষিবিদ ড. রফিকুল ইসলাম, মিলি ইসলাম, কৃষিবিদ জাকির হোসেন জীবন, ডা. মোহাম্মদ গোলাম প্রমুখ। উপস্থিত সবাই তাদের বক্তব্যে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বিষয়: অস্ট্রেলিয়া খবর

আপনার মূল্যবান মতামত দিন: