সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৬

আপডেট:
৯ মে ২০২৪ ১০:১৬


অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি দিবসের শুরুতে সিডনিতে কনসাল জেনারেল পতাকা অর্ধনমিত করনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।

এর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ ও মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এদিন বিকেলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নিউ সাউথ ওয়েলসে বসবাসরত প্রবাসীদের উপস্থিতিতে দ্বিতীয় পর্ব শুরু হয়।

জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করার পর পবিত্র কোরান থেকে তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী উপস্থিত দর্শকদের পড়ে শুনানো হয়।

 

কনসাল জেনারেল তার বক্তব্যের শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। ভাষা আন্দোলনে শহীদ ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যে সকল বীর সন্তান তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বীজ বপন হয়েছিল তা মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তারই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

তিনি বলেন, ভাষা শহীদ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না। তাদের আত্মত্যাগকে ধারন করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

সিডনিতে অবস্থিত ‘একুশে একাডেমী অস্ট্রেলিয়ার’ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। পরিশেষে কনসাল জেনারেল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন এবং কনস্যুলেট কর্তৃক আয়োজনে আপ্যায়নে অংশগ্রহণের আহবান জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top