ডুবল নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজ, ৭৫ ক্রু উদ্ধার
প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৬
আপডেট:
১৬ জানুয়ারী ২০২৫ ২০:৫৮
নিউজিল্যান্ডের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। তবে এর ৭৫ জন ক্রু এবং যাত্রীদের সবাই নিরাপদে রয়েছেন। জাহাজটি দ্রুতই সমুদ্রের নিচে তলিয়ে গেছে। পরিবেশের ক্ষতি ঠেকাতে ইতোমধ্যে কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নৌবাহিনীর বিশেষজ্ঞ হাইড্রোগ্রাফিক জাহাজটি শনিবার রাতে উপলুর দক্ষিণাঞ্চলীয় উপকূলে জরিপ চালানোর সময় ডুবে যায়।
দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে- জাহাজটি একটি প্রবাল প্রাচীরের জরিপ পরিচালনা করার জন্য সামোয়া থেকে ছেড়ে গিয়েছিল। আপোলুর দক্ষিণ উপকূলে প্রবাল প্রাচীরে আঘাত হানার পর ডুবে যেতে থাকা এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজটির নাবিকদের উদ্ধার করতে ইমার্জেন্সি সার্ভিস রাতভর কাজ করে। খবর- রয়টার্স
সামোয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, একটি ফায়ার রেসকিউ দল ৭৫ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সামোয়া ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস অথরিটি জানিয়েছে, সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হয়নি। কোনো প্রাণহানিও হয়নি।
নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহনীর কমপোনটেন্ট কমান্ডার কমোডর শেন আর্নড্রেল নিশ্চিত করেছেন, এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজে থাকা ৭৫ জন নাবিক এবং যাত্রী সামোয়াতে নিরাপদে পৌঁছেছেন। জাহাজটি ডুবে যাওয়া সঠিক কারণ এখনও জানা যায়নি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: