শাহান আরা জাকিরের সম্পাদনায় ‘বৃহত্তর পাবনার নারী ব্যক্তিত্ব’


প্রকাশিত:
৯ মার্চ ২০২৫ ২১:২৫

আপডেট:
১২ মার্চ ২০২৫ ০৯:৫৯

শাহান আরা জাকির বীর মুক্তিযোদ্ধা ডা. তফিজ উদ্দিন আহমেদ (বি সি এস ,স্বাস্থ্য) এবং সহযোগী মুক্তিযোদ্ধা বেগম ডলি আহমেদের বড় কন্যা। ষাটের দশকে একেবারেই শিশুকালে স্কুলের দেয়াল পত্রিকায় ছড়া লেখার মাধ্যমে লেখালেখির সূচনা।এরপর নিজ প্রচেষ্টায় জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ এ খেলাঘর এর সদস্য হয়ে শিশুতোষ ছড়া লেখার চর্চা। তিনি শিশুদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করেন। স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়াকালিন বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি প্রকাশিত হয়। এরপর দীর্ঘ পথ পরিক্রমণের পর 2005 সালে তার প্রথম গল্পগ্রন্থ "কোন সুদূরে নিবাস তোমার" প্রকাশিত হয়। তিনি একাধারে গল্প,কবিতা, শিশুতোষ ছড়া ও গল্প,প্রবন্ধ,ভ্রমণকাহিনী ও গবেষণাগ্রন্থ লিখে থাকেন। বিভিন্ন জাতীয় পত্রিকা ও ম্যাগাজিন এ তার লেখা প্রকাশিত হয়। তার লেখার প্রধান উপপাদ্য বিষয় হলো -- বাংলাদেশের মানুষ ও তাদের সামাজিক প্রেক্ষাপট ও বাঙালির যাপিত জীবনের অমিয় প্রবাহ। তার লেখায় মুক্তিযুদ্ধের বিষয় এক অন্যরকম আবহ তৈরি করে।

‘বৃহত্তর পাবনার নারী ব্যক্তিত্ব’ ২০১৮ সালে প্রকাশিত হয়। বইটিতে মূলত পাবনার মহীয়সী নারীদের জীবনী উঠে এসেছে যারা মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। বইটির প্রকাশনা সংস্থা 'প্রত্যয় প্রকাশন' ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top