সেলিনা হোসেন রচিত ‘শরণার্থীর সুবর্ণরেখা’


প্রকাশিত:
৯ মার্চ ২০২৫ ২১:৩৬

আপডেট:
১২ মার্চ ২০২৫ ০৯:৫০

সেলিনা হোসেন বাংলাদেশের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। সমকালীন রাজনৈতিক সংকট ও দ্বন্দ্বের উৎস ও প্রেক্ষাপট উঠে এসেছে সেলিনা হোসেন এর বই সমূহ-তে। সেলিনা হোসেন এর বই সমগ্র অনূদিত হয়েছে ইংরেজি, রুশসহ একাধিক ভাষায়। প্রবীণ এ লেখিকা ২০১৪ সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পর কর্মজীবন থেকে অবসর নেন। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারতের বিভিন্ন এলাকায় শরণার্থী হয়ে বাস করেছেন বাংলাদেশের মানুষেরা। এই পটভূমিতে রচিত হয়েছে শরণার্থীর সুবর্ণরেখা উপন্যাস। এটি নিঃসন্দেহে সময়ের ছায়াশিল্প। শরণার্থী জীবনের নানা চিত্র তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরে শরণার্থীদের বসবাস এই সময়ের পাঠকবৃন্দ নিঃসন্দেহে স্বাধীনাতার সময়কে খুঁজে পাবেন।

এই সময়কে বোঝার ভেতর আত্ম-আবিষ্কারের চিত্র পাবো। আর নতুন প্রজন্ম, যাঁদের স্বাধীনতার পরে জন্ম হয়েছে তাঁরা শরণার্থীদের জীবনযাপন বুঝতে পারবে। মুক্তিযুদ্ধের সময়ের চিত্র পাবেন। শরণার্থীদের সুবর্ণরেখা শিল্পের মানসভূমি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top