আমদানির চাল এলে কমতে পারে মূল্য
 প্রকাশিত: 
 ৮ জানুয়ারী ২০২১ ২৩:১৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২১:১৩
প্রভাতফেরীঃ এক সপ্তাহর মধ্যেই বাজারে প্রতি কেজি চালে ৩ থেকে ৫ টাকা দাম বেড়েছে। চালের বাজারে সিন্ডিকেটের কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ নতুন চাল এলেও বেড়েছে দাম।
চাল আমদানির ঘোষণা দেওয়ার পর চালের দাম কিছুটা হলেও কমেছে। আর আমদানি করা চাল পর্যাপ্ত পরিমাণে বাজারে এলে এবং তার সুষ্ঠু ব্যবহার হলে দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আমদানি করা নতুন চাল বাজারে এলে চালের দাম বস্তাপ্রতি আরও ১০০ থেকে ১৫০ টাকা কমে যাবে বলে আশা করা যাচ্ছে।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: