ঊর্ধ্বমুখীর দিকে পুঁজিবাজারে লেনদেন


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২১ ২১:১০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:০৯

 

প্রভাত ফেরী: ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।

বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৯৯ ও ২৪৬৬ পয়েন্টে রয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৬ পয়েন্টে অবস্থান করে।


বিষয়: লেনদেন


আপনার মূল্যবান মতামত দিন:


Top