সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৩

আপডেট:
১৩ মে ২০২৪ ১২:১৬

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: ইফতেখার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে এ সময়ে ইলিশ আহরণ বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আইন ভঙ্গ করলে আইন ভঙ্গকারী কমপক্ষে এক বছর থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top