সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

লজিস্টিক্স খাতের উন্নয়নে সহায়তা প্রদান করবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিল্ড


প্রকাশিত:
২১ জুন ২০২৩ ২২:৩৪

আপডেট:
২১ জুন ২০২৩ ২২:৩৭

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রাক্তন চেয়ারপারসন আবুল কাসেম খানের যৌথ সভাপতিত্বে সোমবার লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওয়ার্কিং কমিটির (এলআইডিডব্লিউসি) ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত জাতীয় লজিস্টিক্স উন্নয়ন ও সমন্বয় কমিটি ও ৫টি উপ-কমিটির সাথে সমন্বিতভাবে এ কমিটি বৃহৎ পরিসরে লজিস্টিক্স খাতের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম কমিটির ২০২৩-২৪ সালের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় বলা হয়, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড লজিস্টিক্স খাতের উন্নয়নে নীতি সংস্কার ও অবকাঠামোগত সহায়তা দিয়ে আসছে। উন্নয়ন প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে থাকতে পারে না। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জাতীয় লজিস্টিক্স ব্যয় ক্রমান্বয়ে হ্রাসের প্রতি গুরুত্বারোপ করা হয়। কমিটির কর্মপরিকল্পনা প্রণয়নে উন্নয়ন সহযোগী সংস্থা আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করতে পারে। এক্ষেত্রে বিল্ড বিষয়টি সমন্বয় করতে পারে।
দুই-দিনব্যাপী লজিস্টিক্স কর্মশালা হতে প্রাপ্ত বেসরকারি খাতের সুপারিশমালা বিল্ড জাতীয় লজিস্টিক্স উন্নয়ন ও সমন্বয় কমিটির ৩য় সভায় উপস্থাপন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও, এ কমিটি একটি সরকারি-বেসরকারি খাতের সংলাপ প্ল্যাটফর্ম হিসেবে প্রাইভেট টু প্রাইভেট এবং প্রাইভেট টু গভর্নমেন্ট নেটওয়ার্ক গঠন, লজিস্টিক্স সাপ্লাই চেইন ব্যবস্থাপনার উন্নয়নে বেসরকারি খাতের চাহিদা ও অগ্রাধিকার চিহ্নিতকরণ, তথ্য-উপাত্ত, ডেটাটুলকিট ও লজিস্টিক্স ইনডেক্স প্রণয়ন, ট্রেড লজিস্টিক্স ব্যবস্থাপনার সাথে ট্রেড ফ্যাসিলিটেশনের সমন্বয় সাধন, জাতীয় কমিটি ও উপ-কমিটিকে সহায়তা প্রদানের জন্য গবেষণা, কারিগরি ও সাচিবিক কার্যক্রম গ্রহণ করবে।
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সেতুবিভাগ, বিডা, বেজা, বাংলাদেশ ব্যাংক, ডিসিসিআই, সিসিসিআই, এমসিসিআই, বাফা, বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি, শিপার্স কাউন্সিল, আইএফসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যগণ সভায় মূল্যবান মতামত প্রদান করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top