সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

রপ্তানি আয়ের ডলার স্থানান্তরে নতুন সুযোগ


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৩ ১৫:৪১

আপডেট:
১১ মে ২০২৪ ১৮:১৬


দেশের বাজার থেকে যেসব রপ্তানিকারক কাঁচামাল সংগ্রহ করেন এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তাদের ডলার স্থানান্তরে নতুন সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব রপ্তানিকারকে ক্ষেত্রে ব্যাংকে ডলারের জন্য ৩০ দিনের সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নির্দেশনা মতে, এই রপ্তানিকারকরা প্রয়োজনে নির্দিষ্ট ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে ডলার স্থানান্তরও করতে পারবেন। একই সঙ্গে যেসব গ্রাহক ব্যাক টু ব্যাক এলসি ছাড়া সাধারণ এলসির মাধ্যমে কাঁচামাল আমদানি করেন তারাও রপ্তানি আয় ৩০ দিনের মধ্যে ডলার নগদ অর্থায়ন বা ভিন্ন ব্যাংকে ডলার স্থানান্তর নীতিমালার আওতা-বহির্ভূত থাকবেন।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা কোনো গ্রাহক চাইলেও সেই মুদ্রা ৩০ দিনের বেশি সংরক্ষণ করতে পারবেন না। এমনকি অন্য ব্যাংকেও স্থানান্তর করতে পারবেন না। আবারও আমদানির দায় পরিশোধ করতে ডলার ভাঙিয়ে টাকায় রূপান্তর করতে হবে।

এতে বলা হয়, তবে যেসব রপ্তানিকারক দেশের বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে তারা ৩০ দিনের সীমাবদ্ধতার আওতায় পড়বেন না। তারা চাইলে অন্য ব্যাংকে ডলার স্থানান্তরও করতে পারবেন। আবার যেসব গ্রাহক ব্যাক টু ব্যাক এলসি ছাড়া সাধারণ এলসির মাধ্যমে কাঁচামাল আমদানি করেন এবং সেই কাঁচামাল থেকে তৈরি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেন তারাও ৩০ দিনের মধ্যে ডলার ভাঙিয়ে ফেলা বা ভিন্ন ব্যাংকে ডলার স্থানান্তর নীতিমালার বাইরে থাকবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top