বৈদেশিক অর্থছাড়ে গতি বাড়ানোর তাগিদ
প্রকাশিত:
৭ মার্চ ২০২৪ ২১:১৬
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৮:২০

প্রকল্পের গতি বাড়িয়ে বৈদেশিক অর্থছাড় বেশি করতে তৎপর হওয়ার তাগিদ দিয়েছে বৈদেশিক অর্থায়নপুষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা কমিটি। একই সঙ্গে প্রকল্প পরিচালক নিয়োগে কোনোভাবেই দেরি করা যাবে না। সেই সঙ্গে বাস্তবায়নে গতি বাড়াতে সব ধরনের উদ্যোগ নিতে সচিবদের তাগিদ দিয়েছে পর্যালোচনা কমিটি। প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে কোথাও সমস্যা হলে প্রয়োজনে মুখ্য সচিবের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে বৈদেশিক অর্থায়নপুষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে ওই সভায় কমিটির সদস্যসচিব পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈদেশিক সহায়তা আছে এমন ৪৭টি মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্পগুলো বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। এ সময় বৈদেশিক অর্থায়নপুষ্ট প্রকল্পগুলোর ধীর অগ্রগতির কারণ ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ পরিপ্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে দেওয়া বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকল্পের গতি বাড়িয়ে বৈদেশিক অর্থের খরচ বাড়াতে তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছে পর্যালোচনা কমিটি। এ ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়, প্রকল্প পরিচালক নিয়োগে কোনোভাবেই দেরি করা যাবে না। প্রকল্পের প্রস্তুতি কার্যক্রম আগেভাগেই করে রাখতে হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: