সিডনিতে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের  শ্রদ্ধা নিবেদন


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৪

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৩১

সিডনিতে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে কেন্দ্রীয়  আওয়ামী লীগ নেতৃবৃন্দের  শ্রদ্ধা নিবেদন

অস্ট্রেলিার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে  ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সাবেক ছাত্রলীগ নেতা,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  সূর্যসেন হলের সাবেক ভিপি  এবং বাংলাদেশ আওয়ামী  লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন এবং  ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং  বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম।এই সময় তারা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।



পুস্তস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয়  আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশ ও জাতির সব বিতর্কের ঊর্ধ্বে তার আপন মহিমায় প্রতিস্থাপন করা হলে জাতি হিসেবে আমরা সবাই গৌরবান্বিত হবো।এই সময় তারা প্রবাসে বঙ্গবন্ধুর ভাস্কার্য নির্মান করার জন্য সংশ্লিষ্ট সকলকে  ধন্যবাদ জানান।







আওয়ামী  লীগের  অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হক, আওয়ামী  লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা, সাঃ সম্পাদক ফয়সাল আজাদ, আওয়ামী  লীগ সিডনি শাখার  সহ সভাপতি   জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক  আইজিদ আরাফাত অরূপ, প্রচার সম্পাদক শাহজাহান মিলটন,  সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  এই সময় উপস্হিত ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top