নদী ভাঙন রোধের দাবিতে প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়া বসবাসকারী শরীয়তপুরবাসীর স্মারকলিপি প্রদান
প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৮
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:০৩

বাংলাদেশের শরীয়তপুরে পদ্মা নদীর তীব্র ভাঙ্গনে তীরবর্তী নড়িয়া উপজেলায় শত শত ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দেশের মত অস্ট্রেলিয়া বসবাসকারী শরীয়তপুরবাসীরাও আতঙ্কিত। তারা ২৩ আগষ্ট রবিবার অষ্ট্রেলিয়া প্রবাসী শরীয়তপুরবাসী জেলা ফোরাম ব্যানারে বাংলাদেশ হাই কমিশন, ক্যানবেরার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। শরীয়তপুরবাসী পক্ষ থেকে কৃষিবিদ রফিকউদ্দিন , রাজনীতিবীদ ও ব্যবসায়ী মোহাম্মাদ আলী শিকদারের , জাকারিয়া আল-মামুন স্বপনের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়।
সেলিম শাহনুরী, বিশিষ্ট আইনজীবি নিম তালুকদার , জুয়েল হাওলাদার , মোহাম্মদ সিরাজ , মোহাম্মদ মনির ও মিসেস রফিক সহ বেশ কয়েকজন প্রবাসী সিডনির ক্যাম্পসীতে অস্হায়ী কনুসলার ক্যাম্পে হাই কমিশনের প্রধান সচিব নাজমা আক্তারের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: